1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একা থাকাই ভালো: বিপাশা বসু

৯ এপ্রিল ২০১১

ভুল করে হোক বা ইচ্ছে করেই হোক, শেষ পর্যন্ত বিপাশা বসু স্বীকার করলেন যে জন আব্রাহামের সঙ্গে তাঁর সম্পর্ক আর নেই৷

https://p.dw.com/p/10qKQ
বিপাশা বসুছবি: UNI

বলিউডের এই তারকাকে নিয়ে ভারতের গণমাধ্যমগুলোতে বেশ কিছুদিন ধরেই কানাঘুষা চলছিলো৷ কিন্তু বিপাশা এই বিষয়টিতে এতদিন মুখ খোলেননি৷ স্বীকার করছিলেন না আব্রাহামের সঙ্গে তাঁর সম্পর্কে ছেদের কথা৷ তবে তাঁর মোবাইল ফোনটি প্রকাশ করে দিলো বিপাশার মনের কথা৷

‘‘হ্যাঁ, একা থাকাই সবচেয়ে ভালো...'' এই বার্তাটি ছড়িয়েছে তাঁর মুঠোফোন থেকে৷ একবার নয়, ছয়বার তাঁর মোবাইল নম্বর থেকে এসেছে এই বার্তাটি৷

‘‘এই কথাটি অন্য যে কেউ তাঁর মোবাইল থেকে পাঠাতে পারে৷ মোবাইল ফোন সার্ভিসের মাধ্যমে আপত্তিকর এরকম অনেক কিছুই ঘটতে পারে৷'' এখন এই কথাগুলো বলছেন বিপাশা বসু, যখন বুঝতে পেরেছেন এই বার্তাটি আদৌ তাঁর পাঠানো ঠিক হয়নি৷

তড়িঘড়ি করে ডেকে পাঠিয়েছেন সাংবাদিকদের৷ আর গল্প ফেঁদেছেন চমৎকার করে৷ বলছেন, তিনি তাঁর মুঠোফোনটি হারিয়ে ফেলেছেন৷ আর তখনই তাঁর কোনো ভক্ত বা যে কেউ এটা পেয়েছেন৷ এবং তাঁর নামে এই বার্তাটি পাঠিয়েছেন৷

এখন সাংবাদিকরা বুঝতে পারছেন না৷ আসলে কোনটি সত্যি! বিপাশার পাঠানো বার্তা, নাকি নতুন করে বানানো এই গল্প৷ সে যাই হোক, বার্তাটি যেই ছড়াক না কেন এটা যে বিপাশার মনের কথা সে কথা বুঝতে বাকি নেই কারো৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: জাহিদুল হক