1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক মিলিয়ন ডলারের নোট ভাঙাতে গিয়ে বন্দি

৩১ আগস্ট ২০১০

ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকে৷ এক মহিলাকে ভুলিয়ে-ভালিয়ে তাকে দিয়ে এক মিলিয়ন ডলারের দু’টি জাল নোটকে আসল বলে ব্যাংকে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এক ব্যক্তি৷

https://p.dw.com/p/Ozyc
ছবি: AP

আবু ধাবি পুলিশ বলছেন, ‘‘ঐ লোকটি দাবি করছেন, নোটগুলো যে জাল সেটা তিনি জানতেনই না৷'' চুয়াল্লিশ বছর বয়সী এই লোক ঐ মহিলাকে এটা বুঝিয়ে ছিলেন যে, তিনি যদি ব্যাংকে ঐ নোট ভাঙিয়ে দেন, তাহলে তাকে নোট দু'টোর মোট মূল্যের শতকরা ত্রিশ ভাগ কমিশন দেওয়া হবে৷

পত্রিকায় ঐ নোটের ছবি ছাপানো হয়েছে৷ সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে, নোটটির দু'পাশের রঙ সম্পূর্ণ ভিন্ন৷ একপাশে দেখা যাচ্ছে সাদা ও কালো রঙ, অন্যপাশে দেখা যাচ্ছে সবুজ রঙ৷ যে পাশে সাদা ও কালো রঙের পরিমাণ বেশি, সেখানে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের ছবি, এক ডলারের নোটে যে ছবিটি দেখা যায়৷

আবু ধাবি পুলিশের হাতে আটক হওয়া ঐ লোকটি আইভরি কোস্ট থেকে এসেছেন বলে পত্রিকাটিতে বলা হয়েছে৷ কিন্তু সেখানে ঐ মহিলা সম্পর্কে বিস্তারিত কিছুই বলা হয়নি৷ এমনকি মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে ব্যাপারেও কিছু বলেনি পত্রিকাটি৷

সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় ব্যাংকে এ ধরণের ঘটনা এর আগেও ঘটেছে৷ ডাব্লিউএএম সংবাদ সংস্থা বলছে, জুন মাসেই তিনজন ইরানি জাল কাগজপত্র ব্যবহার করে কেন্দ্রীয় এই ব্যাংক থেকে প্রতারণা করে ১৪ দশমিক ৪ মিলিয়ন ডলার তোলার চেষ্টা করেছিলেন৷ তাদের মধ্যে দু'জনকে গ্রেপ্তার করা হলেও তৃতীয় ব্যক্তি এখনও ইরানেই রয়েছেন৷

এর আগে জানুয়ারি মাসেও জাল কাগজপত্র ব্যবহার করে ঐ ব্যাংক থেকে ১০ দশমিক ২ মিলিয়ন ডলার চুরি করতে যাওয়ার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন