1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভূমিকম্পের আতঙ্কে থাকবে জাপান

১৫ এপ্রিল ২০১৬

বৃহস্পতিবার জাপানে আঘাত হানা ৬.৫ মাত্রার ভূমিকম্পে ৯ জন প্রাণ হারিয়েছে, আহত হয়েছে ১ হাজারেরও বেশি৷ ঘর ছেড়েছে অন্তত ৪৪ হাজার মানুষ৷ এদিকে, ভূমিকম্পের পরের মৃদু কম্পনে বারবার কেঁপে উঠছে দেশটি৷

https://p.dw.com/p/1IWL0
জাপানে ভূমিকম্প
ছবি: picture-alliance/dpa/EPA/K. Mayama

বিশেষজ্ঞরা বলছেন, আরো এক সপ্তাহ বড় ভূমিকম্পের আশঙ্কায় থাকবে জাপান৷

দক্ষিণ-পশ্চিম জাপানে শুক্রবারও বেশ কয়েকবার ভূমিকম্পের পরের প্রতিক্রিয়া অনুভূত হয়েছে৷ মৃদু কম্পন বারবার আতঙ্ক হয়ে হানা দিয়েছে৷

কিয়ুশু দ্বীপে আঘাত হানা ঐ ভূমিকম্পে যাঁরা আহত হয়েছেন তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷

উদ্ধার তৎপরতা চলছে৷ তার মাঝেই অনুভূত হচ্ছে ভূমিকম্পের পরে আবার নতুন করে ভূমিকম্প শুরুর আতঙ্ক জাগানো ছোট ছোট কম্পন৷ দক্ষিণ-পশ্চিমের অনেক লোকালয়ই এখন সন্ত্রস্ত৷ মানুষ ঘর ছেড়ে আশ্রয় নিয়েছে কাছের কোনো স্কুল, কমিউনিটি সেন্টার কিংবা ফাঁকা জায়গায়৷

ভূমিকম্পে হতাহতের ঘটনা ঘটলেও আট মাসের এক শিশুকে ধ্বংসস্তূপ থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ এক উদ্ধারকর্মীর হাত থেকে আরেক উদ্ধারকর্মীর হাত হয়ে কম্বলে মোড়ানো জীবন্ত মানবশিশুর মৃত্যুর মুখ থেকে ফেরার দৃশ্য সংবাদমাধ্যমের কল্যাণে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে৷ মানসিকির একটি ঘরের কাছের ধ্বংসস্তূপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়৷

ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরো সপ্তাহ খানেক অন্তত নতুন ভূমিকম্পের আশঙ্কা থাকবে৷

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, ভূমিকম্পের ক্ষতি এড়াতে এবং উপদ্রুত এলাকায় উদ্ধারকাজে সর্বোচ্চ শক্তি নিয়োগ করা হবে৷

এসিবি/জেডএইচ (ডিপিএ, রয়টার্স)