1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক সময়কার বহুজনের হৃদয় সম্রাজ্ঞী লিজ টেইলর হাসপাতালে

১২ ফেব্রুয়ারি ২০১১

হৃদযন্ত্রের গুরুতর সমস্যার কারণে অস্কার বিজয়ী অভিনেত্রী এলিজাবেথ টেইলরকে লস এ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ৭৮ বছর বয়সি এই তুখোড় অভিনেত্রী বহুদিন ধরেই স্বাস্থ্য সমস্যায় ভুগছেন৷

https://p.dw.com/p/10GDL
১৯৫৮ সালে একটি ছবিতে টেইলরছবি: picture-alliance/dpa

লিজ টেইলরের মুখপাত্র স্যালি মরিসন বলেন, কবে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে তা স্পষ্ট নয়৷ কারণ ‘‘হার্ট ফেইলর''-এর কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ দীর্ঘ স্বাস্থ্যগত সমস্যার কারণে ২০০৯ সালে বিখ্যাত এই অভিনেত্রীর হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়৷ শুক্রবারে ইস্যু করা এক বিবৃতিতে বলা হয়েছে, তাঁর পরিবার ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং ভক্তদের সমর্থনের আশা করছেন৷ তবে একই সঙ্গে তাঁকে একান্তে থাকতে দিতে এবং চিকিৎসক দলকে তাঁর সুস্থতা ফিরিয়ে আনাতে মনোনিবেশ করতে সহায়তা করা হবে বলেই আশা প্রকাশ করা হয়েছে৷

এইচআইভি এইডসের সাহায্যার্থে অবদান এবং দাতব্য প্রতিষ্ঠানের জন্যে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বুধবার তাঁকে স্বীকৃতি দেওয়া হয়৷ কিন্তু অসুস্থতার কারণে তিনি সেখানে উপস্থিত থাকতে পারেন নি৷ এইডস নিয়ে কাজের স্বীকৃতির জন্যে লিজ টেইলরের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন স্যার এলটন জন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: জাহিদুল হক