1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এখনো নতুন প্রেসিডেন্ট পদপ্রার্থী চূড়ান্ত হয় নি

৩ জুন ২০১০

সম্প্রতি জার্মান প্রেসিডেন্ট হর্স্ট ক্যোলার-এর পদত্যাগের পর তাঁর উত্তরসুরি নির্বাচনের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত গৃহীত হয় নি৷ আলাপ আলোচনা চলছে৷ জার্মানির কোয়ালিশন সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে৷

https://p.dw.com/p/Ngin
ক্যোলার-এর পরে কে হবেন জার্মান প্রেসিডেন্ট ?ছবি: AP

এতদিন পর্যন্ত এ পদের জন্য ফেভারিট ছিলেন জার্মান চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল-এর ফেভারিট শ্রম মন্ত্রী উর্জুলা ফান ড্যার লায়েন৷ কিন্তু এখন বলা হচ্ছে, লায়েন এবং লোয়ার স্যাক্সনি রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রিস্টিয়ান ভুল্ফ-এর এ পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা সমান সমান৷ তবে জার্মান চ্যান্সেলার সিডিইউ প্রধান আঙ্গেলা ম্যার্কেল তাঁর কোয়ালিশন সরকারের শরিক দল এফডি প্রধান গিডো ভেস্টারভেলে এবং সিএসইউ প্রধান হর্স্ট জেহোফার-এর সাথে এ ব্যাপারে আলাপ আলোচনা করবেন৷ এছাড়াও, প্রেসিডেন্ট পদের জন্য সম্ভব্য প্রার্থী হচ্ছেন জার্মান অর্থমন্ত্রী ভল্ফগাং শয়েবলে এবং জার্মান সংসদের প্রেসিডেন্ট নর্বার্ট লামার্ট৷

Ursula von der Leyen Flash-Galerie
প্রেসিডেন্ট পদের জন্য ম্যার্কেল-এর ফেভারিট শ্রম মন্ত্রী উর্জুলা ফান ড্যার লায়েনছবি: AP

এর আগে জার্মান টেলিভিশন কেন্দ্র এআরডি-র এক খবরে বলা হয়েছিল শ্রম মন্ত্রী ফান ড্যার লায়েন-এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার আর সম্ভাবনা নেই৷ তবে সেই খবরে কোন সূত্রের উল্লেখ করা হয় নি৷

বিরোধী সামাজিক গণতন্ত্রী দল এসপিডি নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে সরকারের আলাপ আলোচনার সমালোচনা করেছে৷ জার্মান সংসদে দলীয় গোষ্ঠীর উপপ্রধান হুবার্টুস হাইল বলেছেন, এ ব্যাপারে সরকারকে তাঁর দলের সঙ্গে আলোচনা করতে হবে৷ নইলে এসপিডি নিজস্ব প্রার্থী দেবে৷ তিনি বলেন, জার্মানির বর্তমান কঠিন সময়ে প্রেসিডেন্ট পদের জন্য একজন পার্টি-উর্ধ ব্যক্তিত্ব খুঁজে বের করতে হবে৷ কোয়ালিশন সরকারের বড় শরিক দল সিডিইউ-র সাধারণ সম্পাদক হেরমান গ্রোয়ে মত প্রকাশ করেছেন, জার্মানির নতুন প্রেসিডেন্টকে হতে হবে এমন এক ব্যক্তিত্বকে যিনি সারা বিশ্বের কাছে গ্রহণীয় হবেন৷

Christian Wulff möglicher Kandidat als Bundespräsident Flash-Galerie
জার্মানির প্রেসিডেন্ট হতে পারেন লোয়ার স্যাক্সনি রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রিস্টিয়ান ভুল্ফ’ওছবি: AP

জার্মানির সংবিধান অনুযায়ী, নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে ৩০ দিনের মধ্যে৷ তাই আগামি ৩০শে জুন জার্মান সংসদের নিম্ন পরিষদ বুন্ডেসটাগ এবং উচ্চ পরিষদ বুন্ডেসরাটের এক যৌথ অধিবেশনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে৷

প্রতিবেদন : আবদুস সাত্তার

সম্পাদনা : দেবারতি গুহ