1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এফসি সেইন্ট পাউলি

২০ আগস্ট ২০১০

এবারের বুন্ডেসলিগার নতুন দল এফসি সেইন্ট পাউলি৷ হামবুর্গের এই ক্লাবটি গতবার বুন্ডেসলিগার দ্বিতীয় বিভাগে বেশ ভালো খেলা দেখিয়েছে৷ গ্রুয়ের্থের ফ্যুর্থকে ৪-১ গোলে হারিয়ে তারা বুন্ডেসলিগার টিকিট পায়৷

https://p.dw.com/p/OsHT
Logo FC St. Pauli

সেই খেলা দেখার জন্য ব্যাভারিয়া থেকে প্রায় নয় হাজার সমর্থক হাজির হয়েছিল স্টেডিয়ামে৷ দলের এই সাফল্যে যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি স্ট্রাইকার মারিয়ুস এবারস৷ তবে চলতি মৌসুমের লিগ শুরুর আগেই ইনজুরির খাড়ায় পড়েছেন তিনি৷ ফলে প্রথম কয়েকটি ম্যাচে দেখা নাও যেতে পারে সেইন্ট পাউলির এই স্ট্রাইকাররকে৷

দলের আক্রমণভাগই মূল ভরসা৷ এক সাক্ষাৎকারে স্ট্রাইকার এবারস জানিয়েছেন যে, ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স' - এই নীতিকে সামনে রেখে তাঁরা মাঠে নামবেন৷ দলের বর্ষীয়ান মিডফিল্ডার টিমো শ্যুল্টজ এক সাক্ষাৎকারে বলেছেন, তাঁদের দলের সুযোগ থাকবে যদি খেলোয়াড়রা একটি দল হয়ে খেলতে পারে৷ লিগ শুরুর আগে প্রীতি ম্যাচে অবশ্য লেভারকুজেনের সঙ্গে ড্র করেছে বাদামি জার্সিরা৷ সেই হিসেবে শুরুটা মন্দ না৷ উল্লেখ্য, আট বছর আগে শেষ বুন্ডেসলিগায় খেলেছিল হামবুর্গের দল সেইন্ট পাউলি৷

সম্ভাব্য মূল একাদশ : গোলরক্ষক - মাথিয়াস হাইন, রক্ষণভাগ - বাস্টিয়ান ওকসিপকা, ফাবিও মোরেনা, কার্লোস জামব্রানো, মরিস ফোল্টজ, মধ্যমাঠ - গেরাল্ড আসামোয়াহ, ফ্লোরিয়ান ব্রুন্স, চার্লস টাকি, মাথিয়াস লেম্যান, ডেনিস নাকি, আক্রমণভাগ - মারিয়ুস এবার্স৷

সম্ভাব্য ফর্মেশন : ৪-৫-১

কোচ : হোল্গার স্টানিস্লাভোস্কি

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ