1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এফ এম রেডিওর বিকৃত বাংলা উচ্চারণ বন্ধের নির্দেশ

১৭ ফেব্রুয়ারি ২০১০

বাংলাদেশে এফএম রেডিওর বিকৃত বাংলা উচ্চারণ বন্ধ করার নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়৷ তথ্য সচিব ড. কামাল চৌধুরী জানিয়েছেন, যারা এ নির্দেশ মানবেনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷

https://p.dw.com/p/M48f
বই মেলাতেও অবিকৃত বাংলার কদরছবি: DW / Harun-ur-Rashid Swapan

তথ্য সচিব বলেন, যারা বাংলা ভাষার অমর্যাদা করবেন তাদের প্রতি কঠোর হওয়া ছাড়া উপায় নেই৷

বাংলাদেশে বেসরকারি পর্যায়ে এফএম রেডিও চালু হয়েছে ৩ বছর হল৷ বর্তমানে এর সংখ্যা ৫টি৷ রাজধানী ঢাকাসহ শহরাঞ্চলে এফএম রেডিও শ্রোতাদের আকৃষ্ট করলেও বাংলা ইংরেজি মিশিয়ে উপস্থাপনা এবং বাংলা ভাষার বিকৃতি সমালোচনার মুখে পড়েছে৷

এনিয়ে বুধবার তথ্য সচিব ড. কামাল চৌধুরী কথা বলেছেন দেশের বেসরকারি টেলিভিশন এবং এফএম রেডিওর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে৷ টেলিভিশন ব্যাক্তিত্ব ম. হামিদ এফএম রেডিওর এই বিকৃতির সমালোচনা করেন৷

অন্যদিকে, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল নিয়ন্ত্রণ নয়, সচেতনতার মাধ্যমে এই পরিস্থিতি থেকে উত্তরণের কথা বলেন৷ এফএম রেডিও স্টেশনের কর্ণধাররা মনে করেন, প্রমিত উচ্চারণে বাংলা ভাষা বলা উচিত এবং তারা তা চেষ্টা করবেন৷

তথ্যসচিব জানান, ইতিমধ্যেই সঠিক উচ্চারণে বাংলার ব্যাবহার এবং বিকৃতি বন্ধে এফএম স্টেশনগুলোকে নোটিশ দেয়া হয়েছে৷ তারা যদি অচিরেই এই বিকৃতি বন্ধ না করে তাহলে ব্যবস্থা নেয়া হবে৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক