1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবে সম্মানিত হবেন মনি রত্নম

১৮ মে ২০১০

৬৭তম আন্তর্জাতিক ভেনিস চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারটি এবার উঠে আসতে চলেছে ভারতের অন্যতম চলচ্চিত্র পরিচালক মনি রত্নম-এর হাতে৷ ১লা সেপ্টেম্বর থেকে শুরু হবে এই উৎসব৷ চলবে ১১ তারিখ পর্যন্ত৷

https://p.dw.com/p/NQly
রত্নমের ‘রাবণ’ ছবিটিতে অভিনয় করছেন অভিষেক ও ঐশ্বরিয়াছবি: picture-alliance/ dpa

ভারতের চলচ্চিত্র জগতে মনি রত্নম একটি যুগান্তকারী নাম৷ প্রথম দিকে শুধুমাত্র তামিল ভাষায় ছবি তৈরি করলেও, আজ বলিউড-এর জগতেও রত্নম-এর খ্যাতি সীমাহীন৷ তিনিই এক সময় অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমানকে ‘রোজা' ছবিতে সুযোগ করে দিয়েছিলেন৷ এই দুই-এ মিলে তৈরি করেছিলেন একাধিক ব্লক-বাস্টার ছবি৷

তবে শুধু ব্লক-বাস্টার ছবিই নয়, ‘গুরু' ছবির পরিচালক মনি রত্নম বিতর্কিত বিষয়গুলি পর্দায় ফুটিয়ে তোলার কাজে বিশেষ পারদর্শী৷ মুম্বইয়ের দাঙ্গা নিয়ে তিনি নির্মাণ করেন ‘বম্বে' এবং সন্ত্রাসবাদ নিয়ে তৈরি করেন শাহরুখ অভিনীত ‘দিল সে'৷ এছাড়াও, দ্বি-ভাষিক ছবি ‘যুবা' এবং ‘কানি'ল মুত্থামিত্তাল'-এর নাম বিশেষ উল্লেখযোগ্য৷

সম্প্রতি শ্বাস-প্রশ্বাসের সমস্যা এবং মাথা ব্যথা নিয়ে চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি হলেও, বর্তমানে তাঁর অবস্থা বেশ সন্তোষজনক৷ জানাচ্ছেন রত্নম-এর চিকিৎসকরা৷ তাই সেপ্টেম্বরে তিনি নিজেই এই পুরস্কার নিতে ভেনিস-এ যাবেন বলে মনে করা হচ্ছে৷ শুধু তাই নয়, ভেনিস চলচ্চিত্র উৎসবেই দেখানো হবে তাঁর সর্বশেষ ছবি ‘রাবণ'৷ ছবিটিতে অভিনয় করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা বিক্রম, অভিষেক ও ঐশ্বরিয়া৷

উল্লেখ্য, ভেনিস চলচ্চিত্র উৎসব পৃথিবীর প্রাচীনতম চলচ্চিত্র উৎসব৷ ১৯৩২ সাল থেকে নিয়মিত এই উৎসবটি হয়ে আসছে৷ বলাই বাহুল্য, এ বছরও এই উৎসবে থাকবে শিল্প ও বাণিজ্যের অপূর্ব এক মিশ্রণ৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: সঞ্জীব বর্মন