1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার আইডিয়াপ্যাড নিয়ে এলো চীনা কোম্পানি

৫ জানুয়ারি ২০১১

আইপ্যাডের পর এবার আইডিয়াপ্যাড, নিয়ে উপস্থিত হলো চীনের কোম্পানি লিনোভো৷ একইসঙ্গে ল্যাপটপ এবং ট্যাবলেট কম্পিউটার হিসেবে কাজ দেবে নতুন এই আইডিয়াপ্যাড৷

https://p.dw.com/p/zthz
product, image, Lenovo, Skylight, smartbook, Group world, fourth-largest, personal computer maker, Internet, connectivity, long battery, life, smart, লিনোভো, কম্পিউটার, স্মার্টবুক, আইডিয়াপ্যাড, চীনা, কোম্পানিphone, classic, shape, keyboard, laptop, company, Skylight,
লিনোভোর কম্পিউটার স্মার্টবুকছবি: AP

প্রযুক্তির বাজারে নিত্য নতুন পণ্যের আমদানির যে ধারা শুরু হয়েছে তাতে নতুন সংযোজন এবার লাসভেগাসের ইলেকট্রনিক্স সামগ্রীর প্রদর্শনীতে৷ আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এই প্রদর্শনী৷ আর এতে মূল নজর থাকছে লিনোভোর নতুন আইডিয়াপ্যাডের দিকে৷

জানা গেছে, ইউওয়ান ব্র্যান্ডের এই নতুন আইডিয়াপ্যাড হবে সাধারণ লেপ্যাডের মতই৷ লেপ্যাডের কিবোর্ড বেজটি যখন সংযুক্ত করা হবে তখন এটি ল্যাপটপের মত কাজ করবে৷ আবার একটু পর সেটা খুলে নিয়ে আইপ্যাডের মত টাচ স্ক্রিনে কাজ করা যাবে৷ লিনোভো কোম্পানির প্রডাক্ট ম্যানেজার লিও লি বলেন, ‘‘এটা হবে কাজ ও বিনোদনের একটি দারুণ সমন্বয়৷ আপনি যখন কাজ করেন তখন কিবোর্ড এবং উইন্ডোজ সফটওয়্যার অনেক বেশি গুরুত্বপূর্ণ৷ আবার একই সময়ে মানুষ চায় গান শুনতে, ভিডিও দেখতে, গেমস খেলতে কিংবা ইন্টারনেট ব্রাউজ করতে৷''নতুন আইডিয়াপ্যাডের লেপ্যাড স্ক্রিনটির আকার ২৬ সেন্টিমিটার অর্থাৎ ১০ ইঞ্চির কিছুটা বেশি৷ আর ওজনে এটি এক কেজির মত৷ এতে থ্রিজি ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজ করা যাবে৷ প্যাডে সংযুক্ত রয়েছে একটি ক্যামেরা যা দিয়ে ভিডিও চ্যাট করা যাবে৷ ব্যাটারি দিয়ে এটি সর্বোচ্চ আট ঘণ্টা পর্যন্ত সচল থাকবে৷

Lenovo kauft IBM Sparte
ফাইল ছবিছবি: AP

তবে এখনই বাজারে ছাড়া হচ্ছে না ল্যাপটপ ও আইপ্যাডের সমন্বয়ে নতুন এই আইডিয়াপ্যাড৷ আগামী মার্চের শেষে চীনের বাজারে এটি পাওয়া যাবে৷ এছাড়া নতুন প্রযুক্তির অ্যান্ড্রয়েড মোবাইল সফটওয়্যার সংযুক্ত করার পর এটি যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছে বিক্রি শুরু হবে৷ আপাতত লেপ্যাড সংযুক্ত ‘আইডিয়াপ্যাড ইউওয়ান' এর দাম পড়বে ৮,৮৮৮ চীনা ইউয়ান বা ১,৩৪০ ডলার৷ তবে কেবল ট্যাবলেটটি কিনতে চাইলে দাম পড়বে ৩,৪৯৯ ইউয়ান বা ৫২৮ ডলার৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক