1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার কার ঘরে যাবে ইংলিশ প্রিমিয়ারের শিরোপা?

১৮ আগস্ট ২০১৪

ব্রাজিল বিশ্বকাপের পর কয়েক দিনের বিরতি শেষে শুরু হয়েছে ইউরোপের নতুন ফুটবল মরসুম৷ ৮ তারিখে ফ্রান্সের লিগ ওয়ানের পর গত সপ্তাহ থেকে আরম্ভ হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ৷

https://p.dw.com/p/1Cvij
ইংলিশ প্রিমিয়ারের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিছবি: picture-alliance/dpa

এরপর আগামী সপ্তাহে শুরু হবে বুন্ডেসলিগা আর স্প্যানিশ লা লিগা৷ তার পরের সপ্তাহে ইটালিয়ান সেরিয়ে আ৷

ইউরোপের লিগগুলোর মধ্যে অন্যতম আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ৷ গত মৌসুমে লিগের সেরা কে হবে, তা জানতে একেবারে শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল৷

এবারও সেরকম জমজমাট আসরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷ বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে তাদের শিরোপা ধরে রাখতে লড়তে হবে বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে৷ এর মধ্যে রয়েছে গতবারের রানার্স আপ লিভারপুল, রয়েছে চেলসি আর আর্সেনাল৷ এছাড়া গতবার সপ্তম হলেও এবার নতুন কোচ লুইস ফ্যান খালের তত্ত্বাবধানে ম্যানচেস্টার ইউনাইটেডের নামও উঠে আসছে শিরোপার অন্যতম দাবিদারদের তালিকায়৷

Fussball Atlético Madrid Diego Costa
কস্টাকে পেয়ে যেন পূর্ণতা পেয়েছে চেলসিছবি: picture alliance/dpa

চলুন একে একে জেনে নিই ক্লাবগুলোর সম্ভাবনার কথা৷

ম্যান সিটি

শক্তি বাড়াতে ম্যান সিটি এবার রক্ষণভাগে দুজন ডিফেন্ডার নিয়েছে৷ পোর্তো থেকে কিনেছে মাঙ্গালাকে আর আর্সেনাল থেকে সাগনাকে, আর্সেনালের কোচ ওয়েঙ্গার যাকে ইংলিশ প্রিমিয়ারের সেরা রাইট ব্যাক বলে মনে করেন৷ তবে তারপরও বিশ্লেষকদের ধারণা, ম্যান সিটি হয়তো ২০১২ সালের ভুলের পুনরাবৃত্তি করতে যাচ্ছে৷ সেসময় লিগ জেতার পরের গ্রীষ্মে ভালো কোনো খেলোয়াড় কিনতে না পারার খেসারত হিসেবে শিরোপা খোয়াতে হয়েছিল ম্যান সিটিকে৷ পরিণতিতে চাকরি হারিয়েছিলেন তখনকার কোচ মানচিনি৷

পূর্ণতা পেয়েছে চেলসি

গত মৌসুম চলার সময়েই একজন ভালো স্ট্রাইকারের অভাবের কথা বারবার বলেছিলেন কোচ মুরিনিয়ো৷ এবার সেই অভাব পূর্ণ হয়েছে কস্টা দলে আসায়৷ এই কস্টা গতবার অ্যাটলেটিকো মাদ্রিদকে লা লিগা জিতিয়েছেন৷ এবার চেলসির হয়ে প্রদর্শনী ম্যাচে ভালো করেছেন কস্টা৷ তাইতো কদিন আগে মুরিনিয়ো বলেছেন, ‘‘এই সেই ফুটবলার যার জন্য আমরা গত মরসুম থেকে অপেক্ষায় ছিলাম৷'' কস্টার সঙ্গে এবার চেলসিতে যোগ হয়েছে সাবেক বার্সা ফুটবলার ফাব্রেগাসও৷

Fußball Louis van Gaal Nationaltrainer Holland
লুইস ফান খালের নেতৃত্বে ম্যান ইউ এবার দু:সময় কাটিয়ে ওঠার আশা করছেছবি: picture-alliance/dpa

নতুন রূপে ম্যান ইউনাইটেড

ফার্গুসন যুগের অবসানের পরের বছরটি খুব খারাপ কেটেছে ম্যান ইউ-র৷ ডেভিড ময়েসের নেতৃত্বে ক্লাবটি মরসুম শেষ করেছিল সপ্তম স্থানে থেকে৷ ফলে মরসুম শেষের আগেই চাকরি হারাতে হয় ময়েসকে৷ এরপর দায়িত্ব দেয়া লুইস ফ্যান খালকে৷ সাবেক বায়ার্ন ও ব্রাজিল বিশ্বকাপে তৃতীয় হওয়া নেদারল্যান্ডস দলের কোচ ফ্যান খাল দায়িত্ব নিয়েই খেলার কৌশল পালটে ৩-৫-২ ফরম্যাটে চলে যান৷ এখন পর্যন্ত ভালোই ফল দেখিয়েছে এই ফরম্যাট৷ ছয়টি প্রদর্শনী ম্যাচের সবকটিতেই জিতেছে ম্যান ইউ৷ যুক্তরাষ্ট্রে গিয়ে জিতেছে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের শিরোপা৷

WM 2014 Gruppe B 1. Spieltag Chile Australien
সানচেজকে দলে নিয়ে শক্তি বাড়িয়েছে আর্সেনালছবি: Reuters

আর্সেনাল

গতবার মরসুমের সবচেয়ে বেশিরভাগ সময় ধরে শীর্ষে থেকেও সেরা হতে পারেনি আর্সেনাল৷ তবে এফএ কাপের শিরোপা ঠিকই জিতেছিল ক্লাবটি৷ এবার শিরোপার লড়াইয়ে যুক্ত হতে দলে ভেড়ানো হয়েছে বার্সার সাবেক ফুটবলার সানচেজকে

লিভারপুল

বার্সেলোনার কাছে সুয়ারেজকে হারিয়ে লিভারপুলের অবস্থান কিছুটা দুর্বল হয়ে গেছে বলে মনে করছেন অনেকে৷ তবে মাত্র কদিন আগে প্রদর্শনী ম্যাচে বুন্ডেসলিগা রানার্স আপ ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারিয়ে দেখিয়ে দিয়েছে যে, যতটা ভাবা হচ্ছে ততটা দুর্বল আসলে তারা নয়৷

জেডএইচ/এসি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য