1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার জার্মান ভাইস চ্যান্সেলরের পদ থেকেও বিদায় ভেস্টারভেলের

৪ এপ্রিল ২০১১

জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলের জন্য সময়টা একটু অন্যরকম যাচ্ছে৷ এশিয়া সফর শেষে দেশে ফিরেই তাঁর ঘোষণা, তিনি আর মুক্ত গণতন্ত্রী দলের প্রধান থাকছেন না, পদত্যাগ করেছেন৷ ইস্তফা চাইছেন ভাইস চ্যান্সেলরের পদ থেকেও৷

https://p.dw.com/p/10myE
চ্যান্সেলর ম্যার্কেলের সঙ্গে জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলেছবি: dapd

দলের শীর্ষ পদ থেকে পদত্যাগ করলেও, পররাষ্ট্রমন্ত্রীর পদটি অবশ্য ছাড়ছেন না ভেস্টারভেলে৷ সম্প্রতি জার্মানির কয়েকটি রাজ্যের নির্বাচনে মুক্ত গণতন্ত্রীদের খারাপ ফলাফলের কারণে, বেশ কিছু দিন ধরেই তিনি নিজ দলের মধ্যে প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন৷ বলা হচ্ছে, এফডিপি প্রধান হিসাবে গত ১০ বছরে সবচেয়ে খারাপ সময় অতিবাহিত করছিলেন এই নেতা৷ বিশেষ করে তাঁর নেতৃত্বের ফলেই দলের এই অধঃপাত - একথা বলেই দায় চাপাচ্ছেন দলের তরুণ নেতারা৷

গত সপ্তাহে চীন এবং জাপান সফরে যান পররাষ্ট্রমন্ত্রী ভেস্টারভেলে৷ ফিরে এসেই গতকাল রবিবার দলপ্রধান হিসাবে পদত্যাগের ঘোষণা দেন৷ এ বিষয়ে তিনি বলেন, ‘‘আমি যে সিদ্ধান্ত নিয়েছি, তা যে শত ভাগ সঠিক, তা হলফ করে বলতে পারি৷'' তিনি বলেন, ‘‘দলের নেতৃত্ব তরুণদের হাতে তুলে দেওয়ার এটাই মোক্ষম সময়৷ নতুন প্রজন্ম নতুন করে শুরু করে এগিয়ে নেবে দলের অগ্রযাত্রা৷'' তাই ভেস্টারভেলের কথায়, আসন্ন পার্টি কংগ্রেসে তিনি আর দলের প্রধান হিসাবে নির্বাচন করছেন না৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যর্কেল এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন৷ তিনি বলেছেন, ‘‘যদিও এটা এফডিপি'র জন্য একটা টার্নিং পয়েন্ট, তারপরেও ভেস্টারভেলের পদত্যাগের সিদ্ধান্ত জোট সরকারে কোন নেতিবাচক প্রভাব সৃষ্টি করবে না৷'' তবে ম্যার্কেল জানান, পররাষ্ট্রমন্ত্রী হিসাবে মন্ত্রী পরিষদেই থাকছেন ভেস্টারভেলে৷

এদিকে, ভেস্টারভেলে ম্যার্কেল সরকারের ভাইস চ্যান্সেলর পদেও না থাকার ইঙ্গিত দিয়েছেন৷ তিনি এই পদ ছেড়ে দিতে পারেন বলে আজ প্রাপ্ত এক সংবাদে জানা গেছে৷ সে ক্ষেত্রে নতুন করে যাঁকে এফডিপির নেতা নির্বাচন করা হচ্ছে, তাঁর জন্যই এই পদ ছেড়ে দিতে চান তিনি৷ আজ মুক্ত গণতন্ত্রী দলের শীর্ষ পরিচালন পর্ষদ-এর একটি সভা ডাকা হয়েছে বার্লিনে৷ সেখানেই পুরো বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে জার্মান বার্তা সংস্থা ডিপিএ৷  

৪৯ বছর বয়ষ্ক ভেস্টারভেলে ১০ বছর যাবত এফডিপি প্রধানের দায়িত্ব পালন করেন৷ কিন্তু তাঁর পরবর্তী সময়ে কে হচ্ছেন পরবর্তী পার্টি প্রধান ? প্রশ্নের উত্তরটি এখনও স্পষ্ট নয়৷ অবশ্য রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, পার্টির অপেক্ষাকৃত তরুণ নেতা এবং স্বাস্থ্যমন্ত্রী ফিলিপ রোজলার অথবা বর্তমান মহাসচিব ক্রিস্টিয়ান লিনডার - এই দুই জনের যে কোনো একজন হতে পারেন এফডিপি প্রধান৷ দুজনই সাংবাদিকদের কাছে বলেন, দলের হারিয়ে যাওয়া জনপ্রিয়তাকে পুনরুদ্ধার করাটাই এখন তাঁদের একমাত্র কাজ৷ 

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: দেবারতি গুহ