1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার টুইটারে হাজির হলেন টেন্ডুলকার

৬ মে ২০১০

ভক্তদের সঙ্গে খ্যাতিমান তারকাদের যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার৷ এবার টুইটারের এই তারকাদের তালিকায় যোগ দিলেন ক্রিকেট জিনিয়াস শচীন টেন্ডুলকার৷

https://p.dw.com/p/NFMj
মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারছবি: UNI

‘এবার আমি আসল শচীন টেন্ডুলকার৷ কোন ভুল তথ্য নয়' এই কথা লিখে টুইটারে আগমণ ঘোষণা করেছেন শচীন৷ আর যায় কোথায়, ভক্তরা হুমড়ি খেয়ে পড়েছে তাঁর ব্লগে৷ প্রথমদিনেই ৪৩ হাজারেরও বেশি মানুষ তাঁর ব্লগের অনুসারী হয়েছে৷ এবং ৩৬ ঘন্টা যেতে না যেতেই সেই সংখ্যা লাখ ছাড়িয়েছে৷ এবং এসব ভক্তদের মধ্যে রয়েছেন বলিউডের নামিদামি তারকারা৷ যেমন, শিল্পা শেঠি, দিপিকা পাডুকোনে, রিতেশ দেশমুখ, অর্জুন রামপাল, করন জোহর, সামিরা রেড্ডি সহ আরও অনেকে৷ এমনকি রয়েছেন টেনিস তারকা সানিয়া মির্জাও৷ বাদ যাননি ক্রিকেট তারকারাও৷

Shilpa Shetty
শচীনের ব্লগে হাজির শিল্পা শেঠিওছবি: AP

বলিউডের নায়িকা দিপিকা পাডুকোনে তো এক মন্তব্যে বলেই দিয়েছেন, ‘শচীনের এখন একটি রেকর্ডই করা বাকি, সেটা হলো টুইটারে সর্বোচ্চ সংখ্যক অনুসারীর রেকর্ড ভাঙ্গা৷‘ অন্যদিকে ক্রিকেট ভক্ত শিল্পা শেঠি লিখেছেন, ‘শেষ পর্যন্ত শচীন টুইটারে, শচীনকে অভিনন্দন এবং এই খবরটি সব জায়গায় ছড়িয়ে দিন৷' ভক্তদের আশা, হলিউড তারকা অ্যাশটন কুচারের রেকর্ডটি যদি ভাঙ্গতে পারেন ক্রিকেটের প্রায় সব রেকর্ডের অধিকারী এই ব্যাটসম্যানটি৷ উল্লেখ্য, এই মুহূর্তে টুইটারে সবচেয়ে জনপ্রিয় হচ্ছেন অভিনেত্রী অ্যাশটন কুচার৷

এদিকে টুইটারে নতুন এক বার্তা দিয়েছেন বলিউড তারকা সালমান খান৷ তাঁর টিভি শো ‘দুস কা দম' তিন বছরে পা রাখতে যাচ্ছে৷ টুইটারে এক বার্তায় ৪৪ বছর বয়সী এই অভিনেতা বলেছেন, তৃতীয় মৌসুমে ‘দুস কা দম' শোতে থাকার জন্য আমি সনির লোকদের বোঝানোর চেষ্টা করছি৷ আপনারা কি বলছেন?' এদিকে তাঁর নতুন ছবি ‘দাবাং' নাকি আসছে আগামী ঈদ মৌসুমে, টুইটারে তেমনটাই জানিয়েছেন সালমান৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম