1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুও যখন আহার

১৬ এপ্রিল ২০১৪

দুই দিনের একটি শিশুর লাশ চুরি করে রেঁধে খেয়েছে পাকিস্তানের দুই নরখাদক৷ তিন বছর আগে এক তরুণীর মৃতদেহ থেকে পা কেটেও খেয়েছিল তারা৷ এবার শিশুর মাংস খাওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাদের৷

https://p.dw.com/p/1BiKm
Bildergalerie Visionen und Alpträume – Die Stadt der Zukunft im Film
প্রতীকী ছবি...ছবি: Filmmuseum Düsseldorf

২০১১ সালের এপ্রিল মাসে ফরমান আলী এবং তার বড় ভাই মুহাম্মদ আরিফকে প্রথমবারের মতো গ্রেপ্তার করেছিল পুলিশ৷ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের দরিয়া খান এলাকার এই দুই ব্যক্তির ঘরে সেবার ২৪ বছর বয়সি এক তরুণীর মৃতদেহ পাওয়া যায়৷ মৃতদেহের একটি পা ছিল না৷ গ্রেপ্তার হওয়ার পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আরিফ ও ফরমান স্বীকার করে যে, কবরস্থান থেকে তরুণীর লাশ চুরি করে এনে একটি পা কেটে খেয়েছে তারা৷

এ অপরাধে তাদের তিন বছরের কারাদণ্ড হয়েছিল৷ পাকিস্তানে নরখাদকদের কঠোর শাস্তি দেয়ার কোনো সুনির্দিষ্ট আইন নেই৷ এ কারণে মাত্র দু বছর জেল খেটে বেরিয়ে গেলেও নিজেদের পরিবারে আর ফিরতে পারেনি এই দুই ভাই৷ ক্ষুব্ধ এলাকবাসী তাদের ঘর পুড়িয়ে দিয়েছিল৷ পরিবারের অন্যরা ছেড়ে যাওয়ায় এক বছর ধরে সমাজ থেকে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় একটি ঘরে বসবাস করছিল আরিফ ও ফরমান৷

Farman Ali Arif Ali Kannibalismus Pakistan
দুই নরখাদক!ছবি: picture-alliance/dpa

কয়েকদিন আগে তাদের ঘর থেকে অস্বাভাবিক গন্ধ পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় বাসিন্দারা৷ পুলিশি তল্লাশিতে বেরিয়ে আসে দু'দিনের এক শিশুর মাথার খুলি৷ ৪০ বছর বয়সি আরিফ এবং তার তিন বছরের ছোট ফরমান জানায়, এক কবরস্থান থেকে শিশুটির মৃতদেহ তুলে এনে রান্না করে খেয়েছে তারা৷ এ ঘটনার পর তাদের গ্রেপ্তার করে পুলিশ৷

এসিবি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য