1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার যিশুখ্রীষ্টকে নিয়ে বলিউডে ছবি

২ সেপ্টেম্বর ২০১০

তিন কোটি ডলার বাজেট৷ আর এই অর্থেই ভারতে তৈরি হতে যাচ্ছে যিশুখ্রীষ্টের জীবনী নিয়ে একটি ছবি৷ শিগগিরই ছবির কাজ শুরু হবে বলে জানিয়েছে আদিত্য প্রোডাকশন্স নামের প্রযোজনা প্রতিষ্ঠান৷

https://p.dw.com/p/P2k0
ছবি: Bilderbox

জানানো হয়েছে চার ভাষায় হবে ছবিটি৷ তেলুগু, মালায়লম, হিন্দি এবং ইংরেজি৷ ইতিমধ্যে তেলুগু এবং মালায়লম ভাষায় নাম ভূমিকায় কে অভিনয় করবে, তা ঠিক করা হয়েছে৷ তাঁর নাম পাবন কল্যাণ৷ অন্যদিকে, হিন্দি আর ইংরেজিতে ভাষার ছবিতে কে অভিনয় করবেন, তা এখনো ঠিক করতে পারেন নি পরিচালক সিংগীতম শ্রীনিবাস রাও৷ তিনিই জানিয়েছেন, বেশ কয়েকটি গান থাকবে ছবিটিতে৷

মূলত যিশুর শিশুকালকে প্রাধান্য দেয়া হবে এই ছবিতে৷ বহিঃদৃশ্য ধারণ করা হবে ইসরায়েল এবং ভারতে৷ আর তাই শুটিং স্পট দেখতে জেরুজালেমে রয়েছেন পরিচালক রাও৷ গত মঙ্গলবার জেরুজালেমে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানালেন, বিশ্বের যেখানেই যুদ্ধ, যেখানেই বিগ্রহ, সেখানেই ভালোবাসা এবং শান্তির বার্তা বহন করবে এই ছবিটি৷

পরিকল্পিত এই ছবিটির প্রযোজক কোনডা কিষ্ণাম রাজু৷ যিনি দক্ষিণ ভারতের অনেক ব্লকবাস্টার ছবির প্রযোজক৷ তিনিও ঐ সাংবাদিক সম্মেলনে ছিলেন পরিচালকের সঙ্গে৷ জানালেন, ভারতে এই ছবিটি বেশ দর্শক পাবে বলেই তাঁর আশা৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন