1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার শচিন টেন্ডুলকারের মুখোমুখি ধোনি

২৩ এপ্রিল ২০১০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যাকে সংক্ষেপে বলা হয় আইপিএল, সেই লিগের জমজমাট দ্বিতীয় সেমিফানালে গতবারের চ্যাম্পিয়ন ডেকান চার্জার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস৷ এক কথায় এবার ধোনি মুখোমুখি হচ্ছে শচিন টেন্ডুলকারের৷

https://p.dw.com/p/N3zh
শচিন টেন্ডুলকারছবি: UNI

মুম্বাইয়ের ড. ডিওয়াই পাটিল স্পোর্টস একাডেমি মাঠে প্রথমে ব্যাট করেন ধোনিরা৷ আর ২০ ওভারে তুলে নেয় ১৪২ রান৷ তবে এই রান তুলতে গিয়ে বেশ গলদঘর্ম হতে হয়েছে চেন্নাই এর ছেলেদের৷ কারণ, শুরুতে ডেকান চার্জার্সের পেসার রায়ান হ্যারিসের মারমুখী বোলিংয়ে ২৫ রান নিজেদের ঝুলিতে ভরে নেবার মধ্যেই খুঁইয়ে যায় দুই-দুইটি উইকেট৷ একটি ম্যাথু হেইডেন এবং অপরটি মুরালি বিজয়ের৷ এর কিছুক্ষণ পরেই ব্যাট হাতে সাজঘরে ফিরে যান সুরেশ রায়না৷ এই অবস্থায় দলের হাল ধরেন সুব্রানিয়াম বদ্রিনাথ ও ধোনি৷ কিন্তু তেমন সুবিধে করতে পারেননি এই দু'জন৷ বদ্রিনাথের ব্যাট ৩৭ এবং অধিনায়ক ধোনি ৩০ রান করে আউট হন৷ পরে অনিরুদ্ধের ১৫ বল থেকে আসা ২৪ রানই মুলত ‘শুভ রান' হিসাবে যোগ হয়৷

জয়ের জন্য ১৪৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ডেকান চার্জার্সের ছেলেরা মাঠে নামে৷ বোলিঙ্গারের মারাত্মক বোলিংয়ের সামনে ডেকানের কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেনি৷ সর্বোচ্চ ২৩ রান করেন এন্ড্রু সায়মন্ডস৷ এছাড়া হার্শেল গিবস ১৮ ও বোদাপতি সুমন্থ ১৬ রান করেন৷ বোলিঙ্গার ১৩ রান দিয়ে চার চারটি উইকেট নিজের থলিতে নিয়ে নেন৷ এছাড়া সাদাব পান দুটি উইকেট৷ মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় ডেকানের ইনিংস৷ চেন্নাই জয় পায় ৩৯ রানে৷

আগামী রবিবার শচিন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ান্স এর মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম