1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার সিআইএ এজেন্ট-এর চরিত্রে কারিনা

১০ মে ২০১০

‘কুর্বান’-এ সুন্দরী প্রফেসরের চরিত্রে কারিনা কাপুরকে মনে ধরেছিল অনেকেরই৷ কারিনার গাঢ় কাজলে আঁকা চোখ আর অভিমানী ঠোঁট চরিত্রটির সরলতাকে দিয়েছিল এক অন্য মাত্রা৷ কিন্তু এবার, সেই কারিনাকেই দেখা যাবে এক ‘এজেন্ট’-এর চরিত্রে৷

https://p.dw.com/p/NKDj
অভিনয় তো বটেই, নাচে-গানেও পারদর্শী বলিউড অভিনেত্রী কারিনা কাপুরছবি: AP

আর সে যে সে ‘এজেন্ট' নয়৷ ছবিতে বলিউডের এই হট নায়িকার কাজ হবে পাকিস্তান প্রশাসনকে গোপন তথ্য সরবরাহ করা৷ অর্থাৎ, ‘ফিদা'-র পর আরো একটি ‘গ্রে' চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ‘বেবো'৷

সবচেয়ে বড় কথা, ছবিটির প্রযোজক আর কেউ নয় - একেবারে খোদ বেবোর ‘বয়ফ্রেন্ড' সাইফ আলী খান৷ ছবিটির নাম রাখা হয়েছে ‘এজেন্ট ভিনোদ’৷ খুব স্বাভাবিকভাবেই, এই চরিত্র নিয়ে একটু বাড়তি সতর্কতাই অবলম্বন করছেন ‘ছোটে নবাব'৷ হবে না, সাইফ-এর প্রযোজিত এটাই প্রথম ছবি যেখানে বান্ধবী বেবো অভিনয় করছেন৷ তাও আবার পাকিস্তানের সিআইএ এজেন্ট হিসেবে৷

Schauspielerin Kareena Kapoor
‘কুর্বান’ ছবিতে কারিনার গাঢ় কাজলে আঁকা চোখ আর অভিমানী ঠোঁট চরিত্রটির সরলতাকে দিয়েছিল এক অন্য মাত্রাছবি: AP

ছবির শ্যুটিং নাকি খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে মুম্বইতে৷ আর ছবিতে নিজের চরিত্র সম্পর্কে দারুণ খুশি কারিনা৷ বেবোর কথায়, ‘‘ছবিটির চিত্রনাট্য খুব ভালো লেগেছে আমার৷ তাছাড়া এর আগে, একই ছবিতে আমি কখনও পাঁচটি ভিন্ন ভিন্ন ‘লুকে' অভিনয় করিনি৷ এখানে চরিত্রের খাতিরেই সেটা করতে হচ্ছে৷ আমি তাই অসম্ভব এক্সাইটেড৷''

ওদিকে বলিউড মহলের গুজব যে, আইএফএস অফিসার মাধুরী গুপ্তার ঘটনায় অনুপ্রাণিত হয়েই নাকি এই ছবি তৈরি হচ্ছে৷ অবশ্য, সে রকম সমস্ত সম্ভাবনা একদমই উড়িয়ে দিয়েছেন আমাদের ছোটে নবাব আর তাঁর হবু বেগম৷

প্রতিবেদন : দেবারতি গুহ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক