1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার সিরিয়ার উপর নজর আইএইএ-র

২ ডিসেম্বর ২০১০

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ-র প্রধান ইউকিয়া আমানো বলেছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে সহযোগিতাপূর্ণ আচরণ করছে না৷

https://p.dw.com/p/QOB9
এই এলাকায়ই সিরিয়ার গোপন পরমাণু কর্মসূচি চলছে বলে সন্দেহ করা হচ্ছেছবি: picture-alliance/ dpa

একই সঙ্গে সিরিয়ায় সন্দেহভাজন কিছু অঞ্চল পরিদর্শনে জাতিসংঘ পরিদর্শকদের অনুমতি দেবার জন্যে সিরিয়ার প্রতি আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন তিনি৷

বুধবারে ভিয়েনায় আইএইএ-র বোর্ড মিটিং-এ বক্তব্য রাখতে গিয়ে আণবিক কর্মসূচি নিয়ে ইরানের অসহযোগিতার কথা উল্লেখ করে আমানো বলেন, তেহরানের বর্তমান এবং অতীতের পারমাণবিক প্রকল্প নিয়ে যে সব প্রশ্নের উদ্রেক হয়েছে, তা নিরসনে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা পদক্ষেপ নিতে যাচ্ছে৷

ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরন কর্মসূচি বন্ধ করতে অস্বীকার করায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে দেশটির ওপরে৷ তেহরান বলছে, তারা পারমাণবিক জ্বালানি তৈরি করছে৷ তবে তাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ৷ পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, এই কর্মসূচির মাধ্যমে ওয়্যারহেডস তৈরি করাও সম্ভব৷

Yukiya Amano / IAEA / Atomenergiebehörde
ইউকিয়া আমানো ইরান ও সিরিয়ার আচরণে সন্তুষ্ট ননছবি: AP

এদিকে সিরিয়া শেষবার তাদের বিভিন্ন অঞ্চল পরিদর্শনে জাতিসংঘ পরিদর্শকদের অনুমতি দেয় ২০০৮ সালে৷ সিরিয়া বলছে, তাদের এই সামরিক প্রকল্প পারমাণবিক নয়৷ তবে তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র সিরিয়াতে বিশেষ পরিদর্শনের সম্ভাবনা খতিয়ে দেখছে৷ আর এসবের পরিপ্রেক্ষিতে বৈঠকের শুরুতেই আমানো বলেন, সিরিয়া তার পারমাণবিক কর্মসুচি পরিদর্শনে বাধা প্রদান অব্যাহত রেখেছে৷ এই ব্যাপারে তিনি সিরিয়ার ওপরে চাপ বৃদ্ধি করার কথা বলেন৷

সিরিয়া দুই বছর ধরে তার একটি মরু অঞ্চলে আইএইএ-র পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিচ্ছে না৷ মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হচ্ছে, উত্তর কোরিয়ার ডিজাইন করা পারমাণবিক চুল্লি তৈরি হচ্ছে দাইর আলঝৌর নামের ঐ জায়গায়, যার লক্ষ্য বোমার উপযোগী জ্বালানি উৎপাদন করা৷ ২০০৭ সালে ঐ জায়গাটা বোমা মেরে উড়িয়ে দিয়েছিল ইসরায়েল৷ তবে ইরানের মিত্র সিরিয়া তাদের আণবিক বোমা কর্মসূচি থাকার কথা বারবারই অস্বীকার করে আসছে৷

গত মাসের এক প্রতিবেদনে, আইএইএ প্রধান ইউকিয়া আমানো বলেছিলেন, সন্দেহভাজন কিছু অঞ্চল পরিদর্শনের জন্যে সিরিয়া জাতিসংঘ পারমাণবিক পরিদর্শকদের অনুমতি দিচ্ছে না৷ এবং তাদের আণবিক কর্মকান্ডের ব্যাপারে খুবই স্বল্প তথ্য দিচ্ছে অথবা পরস্পর-বিরোধী তথ্য দিয়ে যাচ্ছে৷

বৃহস্পতিবার আইএইএ-র ৩৫ জাতির বৈঠকে তিনি বলেন, গত ১৮-ই নভেম্বর তিনি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মউয়ালেমকে একটি চিঠি লিখেছেন, যাতে ক্রমবর্ধমান জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে৷ সেখানে এই সমস্ত তথ্য জানার জন্যে দ্রুত ব্যবস্থা নেয়ারআহ্বান জানানো হয়েছে সিরিয়ো সরকারকে৷ একই সঙ্গে ঐ চিঠিতে আণবিক সংস্থার কর্মকান্ডে সহায়তা করার জন্যেও সিরিয়ার প্রতি আহ্বান জানানো হয়েছে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক