1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এমএইচ৩৭০ নিয়ে বিভ্রান্তি

৬ আগস্ট ২০১৫

ভারত মহাসাগরে ভেসে আসা বিমানের একটি অংশ নিখোঁজ এমএইচ৩৭০ বিমানের – মালয়েশিয়ার এই একতরফা দাবিকে ঘিরে তুমুল সমালোচনা শোনা যাচ্ছে৷ যাত্রীদের আত্মীয়-স্বজনদের মনে ক্ষোভ বাড়ছে৷

https://p.dw.com/p/1GAyE
Malaysia PK Trümmerteil MH370 Najib Razak
ছবি: Reuters/O. Harris

আজকের যুগে কোনো বিশাল যাত্রীবাহী বিমান যে প্রায় ১৭ মাস ধরে নিখোঁজ থাকতে পারে, সেটা বিশ্বাস করাই কঠিন ছিল৷ এতকাল পর সেই রহস্য উন্মোচনের সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠার পরেও বিতর্ক কাটছে না৷ মাদাগাস্কারের কাছে লা রেউনিয়ঁ দ্বীপের কাছে একটি বিমানের ‘ফ্ল্যাপেরন' নামের যে অংশ পাওয়া গেছে, তার উৎস পরীক্ষা করতে পাঠানো হয়েছিলো ফ্রান্সে৷ মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়াসহ অনেক দেশের বিশেষজ্ঞরা সেই কাজে ব্যস্ত৷ কিন্তু মালয়েশিয়ার সরকার একাই নিশ্চয়তার সঙ্গে দাবি করছে যে, বিমানের অংশ নিখোঁজ এমএইচ৩৭০-এর৷ অন্যদিকে অ্যামেরিকা, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো দেশ এখনো বিষয়টি নিয়ে অন্তত প্রকাশ্যে মুখ খুলছে না৷ এই অবস্থায় নিখোঁজ বিমানের আত্মীয়-স্বজনদের ক্ষোভ ফেটে পড়ছে৷ এতকাল পরেও এমন অস্পষ্ট অবস্থা তাঁদের অসহ্য বলে মনে হচ্ছে৷

বৃহস্পতিবারই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেন, কুড়িয়ে পাওয়া ‘ফ্ল্যাপেরন' অংশটি অবশ্যই এমএইচ৩৭০-এর৷ আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের উদ্ধৃতি দিয়ে তিনি এই দাবি করেন৷ মালয়েশিয়ার ধারণা, বিমানটিকে ইচ্ছা করে যাত্রাপথ থেকে সরিয়ে আনা হয়েছিলো৷ মালয়েশিয়ার পরিবহণ মন্ত্রী এর মধ্যে দাবি করছেন যে, ভারত মহাসাগরের আরেকটি দ্বীপে বিমানের জানালা, সিট সহ আরও অংশ খুঁজে পাওয়া গেছে৷

অন্যদিকে প্যারিসে এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের এক কর্মকর্তা এখনো এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি৷ তাঁর মতে, বিশেষজ্ঞরা যতটা দ্রুত সম্ভব কাজ চালিয়ে যাচ্ছেন৷ অর্থাৎ চূড়ান্ত ফলাফল জানতে আরও অপেক্ষা করতে হবে৷ ঘটনার তদন্তে যে দেশ মূল ভূমিকা গ্রহণ করেছে, সেই অস্ট্রেলিয়াও বিষয়টি সম্পর্কে একই রকম সতর্কতা দেখাচ্ছে৷

অভিশপ্ত এমএইচ৩৭০ বিমানের যাত্রীদের আত্মীয়-স্বজনদের অনেকেই এমন বিভ্রান্তির কারণে অসন্তুষ্ট৷ চীনের রাজধানী বেইজিংয়ে মালয়েশীয় দূতাবাসের সামনে তাঁদের কয়েকজন বিক্ষোভ দেখিয়েছেন৷ তাঁদের অভিযোগ, প্রকৃত রহস্য উন্মোচনের ক্ষেত্রে মালয়েশিয়ার সরকার মোটেই আন্তরিক নয়৷ তারা তড়িঘড়ি করে বিষয়টি মিটিয়ে ফেলতে চাইছে মাত্র৷ এমন একটি বিষয়কে কেন্দ্র করে বাকি দেশগুলির মতো মালয়েশীয় সরকারের আরও ধৈর্য ধরা উচিত ছিল বলে অনেকে মনে করছেন৷ এমনকি সে দেশে বর্তমানে যে দুর্নীতি কেলেঙ্কারি চলছে, সে দিক থেকে মনোযোগ সরিয়ে নিতেই প্রধানমন্ত্রী রাজাক এমন ঘোষণা করেছেন বলেও অভিযোগ উঠছে৷

MH370 Proteste der Angehörigen in Peking 25.03.2014
অভিশপ্ত এমএইচ৩৭০ বিমানের যাত্রীদের আত্মীয়-স্বজনদের অনেকেই এমন বিভ্রান্তির কারণে অসন্তুষ্ট৷ছবি: Reuters

ভারত মহাসাগর থেকে ভেসে আসা ‘ফ্ল্যাপেরন'-টি যে একটি বোয়িং ৭৭৭ বিমানের, তা নিয়ে আর তেমন কোনো সন্দেহ নেই৷ সেই এলাকায় সাম্প্রতিক কালে সেই মডেলের অন্য কোনো বিমানের দুর্ঘটনার খবরও কারো জানা নেই৷ সেটি পরীক্ষা করে বিশেষজ্ঞরা নানা রকম তথ্য জানার চেষ্টা করছেন৷ দুর্ঘটনা বা বিপর্যয়ের কারণ থেকে শুরু করে সমুদ্রের কোন এলাকা থেকে সেটি ভেসে এসেছে, তাও জানার চেষ্টা করছেন তাঁরা৷

খুঁজে পাওয়া অংশটি সম্পর্কে যে তথ্যই জানা যাক না কেন, অস্ট্রেলিয়া এখনো সমুদ্রে বিমানের মূল ধ্বংসাবশেষের খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে৷ এই কাজে সফল হলে বিমানের ব্ল্যাক বক্স অক্ষত অবস্থায় খুঁজে পাওয়া যাবে, এমন আশাই করছে সে দেশের সরকার৷ সে ক্ষেত্রে এমএইচ৩৭০ অন্তর্ধান রহস্য পুরোপুরি সমাধান করা সম্ভব হবে বলে তাদের ধারণা৷

এসবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ,)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য