1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া

সমীর কুমার দে, ঢাকা৭ জুন ২০১৪

শুক্রবার আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘লক্ষ্যবিলাসী’ বলেছিল গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি৷ আর শনিবার একে ‘স্বপ্নবিলাসী’ বাজেট বললো বিরোধী দল জাতীয় পার্টি৷

https://p.dw.com/p/1CEGn
‘‘বাজেট উচ্চাভিলাষী হোক, তাতে আমাদের আপত্তি নেই৷ কিন্তু স্বপ্নবিলাস দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হোক, তা আমরা চাই না৷''ছবি: JEWEL SAMAD/AFP/Getty Images

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দলের পক্ষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘‘বাজেট উচ্চাভিলাষী হোক, তাতে আমাদের আপত্তি নেই৷ কিন্তু স্বপ্নবিলাস দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হোক, তা আমরা চাই না৷''

সাংবাদিক সম্মেলনে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ কেন উপস্থিত নেই, এমন প্রশ্নেরও জবাব দেন এরশাদ৷ তিনি বলেন, ‘‘উনি বিরোধী দলীয় নেতা হলেও বিরোধী দল কিন্তু জাতীয় পার্টি৷ আর এই পার্টির চেয়ারম্যান আমি৷ তাই এই প্রতিক্রিয়া জানানো অনুষ্ঠানে উনি থাকতেই হবে এমন কোনো কথা নেই৷ উনি থাকলেও দলের পক্ষে আমিই প্রতিক্রিয়া জানাতাম৷ কারণ আমিই পার্টির চেয়ারম্যান৷''

Bangladesch unterzeichnet Kredit mit der Islamischen Entwicklungsbank
‘‘এবার অবশ্য বিরোধী দল বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিল- তা যে ধরনের বিরোধী দলই হোক না কেন’’ছবি: DW

রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এরশাদ বলেন, ‘‘স্বাগত জানাইনি, সংশয় প্রকাশ করেছি৷ আর এই সংশয় দূর হবে কেবল প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন হলে৷'' বাজেটকে স্বাগত জানাবেন, নাকি প্রত্যাখ্যান করছেন – সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন৷

প্রস্তাবিত বাজেটের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করার দাবি জানিয়ে এরশাদ বলেন, অর্থমন্ত্রী ‘উচ্চাভিলাষী' বললেও বাস্তবে এটি একটি ‘স্বপ্নবিলাসী' বাজেট৷ এখানে অর্থমন্ত্রী জাতিকে একটি স্বপ্ন দেখিয়েছেন যেটা সফল হওয়া কখনই সম্ভব নয়৷

সাবেক প্রেসিডেন্ট এরশাদ বলেন, ‘‘বাজেটে যত উচ্চ আশাই করা হোক না কেন দেশে যদি সুশাসন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতন্ত্রের বিকাশ ঘটানো না যায় তাহলে কোনোটিতেই কাঙ্খিত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না৷ দেশে যদি সন্ত্রাস, নৈরাজ্য, হত্যা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটতেই থাকে তাহলে অভ্যন্তরীণ বিনিয়োগ ও বিদেশি বিনিয়োগ শূন্যের কোটায় চলে যাবে৷ এর ফলে সরকার বাজেটে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তা বাস্তবায়িত হবে না৷''

Bangladesch Parlament Gebäude in Dhaka
জাতীয় সংসদে প্রস্তাব করা বাজেট নিয়ে এবার কোনো প্রতিক্রিয়া দেয়নি বিএনপিছবি: AP

নারায়ণগঞ্জ ও ফেনীর ঘটনার পর বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে উল্লেখ করেন এরশাদ৷ তাহলে কি দেশে সুশাসন, আইন-শৃঙ্খলা ভালো নেই – এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘‘সুশাসন অনুপস্থিত৷''

তিনি বলেন, বাজেটে ৬৭ হাজার ৫৫২ কোটি টাকার ঘাটতি আছে৷ এই ঘাটতি পূরণে অর্থমন্ত্রী যেসব সূত্রের কথা বলেছেন, তা দেখে এ বাজেটকে স্বপ্নবিলাসীই মনে হয়৷ কারণ, গত এক বছরে বৈদেশিক সাহায্য হিসাবে ২৪ হাজার কোটি টাকা পাওয়া যায়নি৷ সুতরাং, বৈদেশিক উৎস থেকে অর্থ না পেলে সরকারকে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিতে হবে৷ আর বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিলে বেসরকারি উদ্যোক্তারা ঋণ কম পাবেন৷

অর্থমন্ত্রীর বক্তব্যে মর্মাহত

এবার অবশ্য বিরোধী দল বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিল- তা যে ধরনের বিরোধী দলই হোক না কেন – গত শুক্রবার বাজেট উত্তর সাংবাদিক সম্মেলনে বিরোধী দলের উপস্থিতির প্রতি ইঙ্গিত করে অর্থমন্ত্রী এমন বক্তব্য দিয়েছিলেন৷ এই বক্তব্য তাচ্ছিল্য কি না জানতে চাইলে এরশাদ বলেন, ‘‘উনার এ ধরনের বক্তব্যে আমরা মর্মাহত৷ বিরোধী দল এই প্রথমবারের মতো বাজেটের সময় সংসদে ছিল, এতে তাঁর সাধুবাদ জানানো উচিত ছিল৷ আমরা তাঁর এ বক্তব্যের নিন্দা জানাই৷''

বিএনপির প্রতিক্রিয়া নেই

বর্তমান সরকারকে অবৈধ সরকার উল্লেখ করে তাদের দেয়া বাজেটকে অবৈধ বলে দাবি করেছে অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি৷ এই কারণে দলটি এবার বাজেট নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি৷ তাদের এই বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘‘যারা সামরিক বাহিনীর উর্দি পরে বাজেট ঘোষণা করেছে তাদের মুখে সমালোচনা মানায় না৷ শনিবার ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য