1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এলভিসের কাছে আজ আবার ফিরে যাওয়ার দিন

১৬ আগস্ট ২০১০

রক এন রোলের রাজা চলে গিয়েছিলেন আজকের দিনে৷ সেই ১৯৭৭ সালে৷ কিন্তু এলভিসকে ভোলা যায় না৷ আর তাই তাঁর সমাধিতে আজ হাজির হাজার হাজার ফ্যান৷

https://p.dw.com/p/OoNF
Elvis Presley,এলভিস প্রেসলি,রক এন রোল,মৃত্যুবার্ষিকী, ফ্যান,প্রাসাদ,মেমফিস,গ্রেসল্যান্ড,জনপ্রিয়,Rock n Roll,Chocolate,Memfis,Graceland,USA,Honeymoon,Elvis controversy,Charisma,Elvis,Song,Music
রক এন রোলের রাজা এলভিসের মৃত্যুবার্ষিকী আজ

জায়গাটার নাম মেমফিস৷ গ্রেসল্যান্ডের এই মেমফিসে তেরো একর জমি কিনে একটা প্রাসাদ গোছের খামারবাড়ি বানিয়েছিলেন এলভিস প্রেসলি৷ ‘মুডি ব্লু' অ্যালবামটা রিলিজ করল জুলাইয়ে আর তারপর পরবর্তী কনসার্ট ট্যুরের সবকিছু ঠিকঠাক করতে এলভিস গ্রেসল্যান্ডের খামারবাড়িতে চলে গেলেন সপরিবারে৷ সেখানে ১৬ অগাস্ট মাঝরাতের কিছু পরে দাঁতের ডাক্তারের কাছ থেকে ঘুরে এসে নিজের মস্তবড় শোবার ঘরে ঢুকে গেলেন রক এন রোলের সর্বকালীন বিস্ময়৷ এলভিসের সেই ঘুম আর ভাঙল না৷ সকাল সাতটায় তাঁকে নিজের বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেল৷ মৃত্যুর কারণ হার্টফেল৷ গোটা বিশ্বে বিদ্যুতগতিতে খবর রটে গেল৷ শোকে মুহ্যমান এলভিসের কোটি কোটি ফ্যান৷

সেই শোক আজও একইভাবে বহমান৷ তা বোঝা যায় প্রতি বছর এই দিনটা এলে৷ গ্রেসল্যান্ডেই এলভিসের কবর৷ তাঁর পরিবারের অন্যান্যদের সঙ্গেই৷ সেখানে এই ষোলো অগাস্ট জড়ো হয় গোটা দুনিয়া থেকে এলভিসের ফ্যানেরা৷ যেমন আজও৷ তারা প্রাণভরে স্মরণ করে গত শতাব্দের দুনিয়ায় তাক লাগিয়ে দেওয়া গায়ক নায়ক এলভিস প্রেসলিকে৷

‘এলভিস আসলে একটা স্বপ্নের নাম'- বলছেন তাঁর অগণিত ফ্যানেদের একজন৷ গ্রেসল্যান্ডের প্রবল তাপমাত্রা উপেক্ষা করে ফ্যানেরা দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন এলভিসের কবরে যাওয়ার জন্য৷ তাঁদের অনেকের হাতে টেডি বিয়ার, ফুল, চকোলেট৷ তাঁরা কেউ কেউ এসেছেন সুদূর জাপান বা অস্ট্রেলিয়া থেকে৷ কেউ বসে আছেন হুইল চেয়ারে৷ কারও বা সদ্য বিয়ে হয়েছে৷ এলভিসের কাছে ফিরে এসেই সেই নবদম্পতি যাপন করতে চায় মধুচন্দ্রিমা৷

Elvis Geburtstag
এলভিসকে ভোলা সহজ নয়৷ছবি: AP

এক বিতর্কিত বিস্ময়কর মৃত্যু কেড়ে নিয়ে গেছে রক এন রোলের মাধ্যমে বিশ্বকে দুলিয়ে দিয়ে যাওয়া এলভিসকে৷ আজও তা নিয়ে সংশয়, প্রশ্ন রয়ে গেছে মানুষের মনে৷ আর সেজন্যই অনেকে আজও বিশ্বাস করতে পারে না যে সত্যিই এলভিস চলে গেছেন৷ এলভিসের ক্যারিশমা, তাঁর ব্যক্তিত্ব, তাঁর কন্ঠস্বর, মানুষের মন পলকে কেড়ে নেওয়া মধুর ব্যবহার আর সর্বোপরি এলভিসের অসামান্য প্রতিভা আজও মানুষকে একভাবে মুগ্ধ করে যায়৷ গানের রেকর্ড বিক্রিতে তাঁর ট্রিপল প্ল্যাটিনাম রেকর্ড এখনও ছাপিয়ে যেতে পারেন নি পরবর্তী কোন গায়ক বা গায়িকা৷

এলভিস চিরকালের জন্য৷ এলভিস চিরদিনের জন্য৷ মাত্র বিয়াল্লিশ বছর বয়সে এক হঠাৎ মৃত্যু বোধহয় সেই সত্যিটাকে বড় বেশি করে বাস্তব করে দিয়ে গেছে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: রিয়াজুল ইসলাম