1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়াডে উত্তর কোরীয়দের সঙ্গে হৃদ্যতাপূর্ণ আচরণের আহ্বান

২৪ নভেম্বর ২০১০

উত্তর কোরিয়া দক্ষিণে হামলা চালানোর পর কোরিয়া উপদ্বীপে উত্তেজনা এবং বিশ্বে যখন নিন্দার ঝড়, সেসময় এশিয়ান গেমসে অংশ নেওয়া দক্ষিণের কোচ এবং অ্যাথলেটদের বলা হলো, উত্তরের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ আচরণের জন্যে৷

https://p.dw.com/p/QGrF
GUANGZHOU, Gold, medalist, South Korea and Chinese, Taipei and Huang Jiannan এশিয়াড, উত্তর কোরীয়, হৃদ্যতাপূর্ণ আচরণ,
ফাইল ছবিছবি: picture-alliance/x99/ZUMApress

আর এই অনুরোধ এসেছে দক্ষিণ কোরিয়ার তরফ থেকেই৷ ইয়োনহ্যাপ সংবাদ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার রাতে এশিয়ান গেমসে অংশ নেওয়া দক্ষিণ কোরিয়ার কোচরা একটি বৈঠক ডাকেন৷ কমিউনিস্ট উত্তর কোরিয়া, ইয়নপিয়ং দ্বীপে হামলা চালানোর কয়েক ঘন্টা পরেই এই বৈঠক অনুষ্ঠিত হয়৷

গুয়াংজো গেমসে দক্ষিণ কোরিয়ার অ্যাথলেটিক প্রতিনিধিদের প্রধান লী কি-হিউং বলেছেন, ‘‘আমি কোচ এবং আমাদের অ্যাথলেটদের বলেছি, উত্তর কোরিয়ার অ্যাথলেটসহ সবার সঙ্গে স্বাভাবিক আচরণ করার জন্যে৷'' তিনি বলেন, ‘‘আমরা এখানে সবাই খেলতে এসেছি৷ দেশের পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দেখানোর আমাদের প্রয়োজন নেই৷ এটি অর্থাৎ এশিয়াড স্পোর্টস-এর প্লাটফর্ম৷'' কি-হিউং বলেন, যদি তরুণ অ্যাথলিটরা দেশের এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি নিয়ে বেশি মাথা ঘামায়, তাহলে তারা ক্ষিপ্ত হয়ে উঠতে পারে৷ তারা যাতে এই ব্যাপারে বেশি সচেতন না হয়ে, নিজেদের কাজে মনোযোগী হয়, সেদিকটি নিশ্চিত করার জন্যে আমি কোচদেরকে বলেছি৷ ''

এশিয়ান গেমসে এই পর্যন্ত উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিযোগিতাগুলো বন্ধুত্বপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হয়েছে৷ এশিয়ান রেসলিং ফেডারেশনের প্রেসিডেন্ট, দক্ষিণ কোরিয়ার কিম চাং-কিউ বলেছেন, ‘‘আমরা এখানে এসেছি খেলতে এবং এশিয়ান গেমসের জন্যে৷ যুদ্ধ অথবা শান্তির সঙ্গে জড়িত হওয়া আমাদের উচিৎ নয়৷''

২০১৪ সালের এশিয়ান গেমস দক্ষিণ কোরিয়ার উত্তর পশ্চিম উপকূল ইঞ্চিয়নে অনুষ্ঠিত হবার কথা রয়েছে৷ অঞ্চলটি উত্তর কোরিয়ার সীমান্ত থেকে খুব দূরে নয়৷ মঙ্গলবার ইয়নপিয়ং-এ হামলার পরে সেখানকার অধিবাসীরা পালিয়ে ইঞ্চিয়নে গিয়েই আশ্রয় নিয়েছেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক