1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়ান কাপে জার্মান প্রভাব

১২ জানুয়ারি ২০১১

বিশ্ব ফুটবলে শীর্ষ দেশগুলোর মধ্যে একটি জার্মানি৷ অস্ট্রেলিয়ার কোচ হলগার ওসিয়েক এবং ইরাকের কোচ ভল্ফগাং সিডকার উপস্থিতিতে সেই বিষয়টিই যেন প্রতিফলিত হচ্ছে দোহায় অনুষ্ঠানরত এশিয়ান কাপে৷

https://p.dw.com/p/zwa4

আমাদের খেলা বিষয়ক প্রতিনিধি অরুনাভ চৌধুরী কাতারে কথা বলেছেন এই দুই কোচের সঙ্গে৷ দু‘জনেই জার্মান৷ ইরাকের কোচ ভল্ফগাং সিডকা বলেন, বেশ কয়েক বছর ধরেই জার্মান কোচরা উপসাগরীয় অঞ্চলে কাজ করছেন৷ এবং তাঁদের প্রভাব এখানে খুবই স্পষ্ট৷

সিডকা বলেন, ‘‘আমি প্রধানত মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলতে পারি৷ বাহরাইন, কাতার এবং বর্তমানে আমি ইরাকে কাজ করছি৷ এই সব অঞ্চল আমি খুব ভালো চিনি৷ আমি জানি এখানে জার্মান কোচদের অবস্থা খুবই সন্তোষজনক৷ এক কথায় জার্মানদের অবস্থা আর কি ! অত্যন্ত শৃঙ্খলার মধ্যে কাজ করার জন্য আমরা পরিচিত এখানে৷ যে পরিমাণ অর্থ আমাদেরকে দেওয়া হয়, তার বদলে কাজও আমার ভালো করি৷ আমরা শুধু গ্রহণই করি না, সেই সঙ্গে দেইও৷ আর সে জন্য আমরা এখানে যথেষ্ট সুনামও কুড়াই৷''

সিডকা জানেন, এশিয়া কাপে তাঁর দল ইরাকের ওপর বিশেষ মনোযোগ রয়েছে সবার৷ এশিয়ান কাপে গতবারের চ্যাম্পিয়ন ছিল ইরাক৷ বিশেষজ্ঞরা একই সঙ্গে হলগার ওসিয়েক'এর অস্ট্রেলিয়া দলকেও টুর্নামেন্টের একটি ফেবারিট দল হিসেবেই দেখছে৷ প্রথম ম্যাচে ভারতকে ৪-০ গোলে পরাজিত করেছে তারা৷

অস্ট্রেলিয়ার কোচ ওসিয়েক বললেন, ‘‘আমাকে যে অস্ট্রেলিয়া দলের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে - এটা একটা দারুণ ব্যাপার৷ এই জন্য আমাকে কিছু করতে হয়নি এবং আমার কোনো এজেন্টও নেই৷ তাঁরা আমাকে প্রস্তাব দিয়েছিল৷ পরে আমরা কথা বলি এবং অন্যান্য প্রার্থী থাকলেও, তাঁরা কিন্তু আমাকেই নির্বাচন করেন৷ এতো বড় কোনো দেশের জাতীয় দলের কোচ হওয়া আমার জন্য সত্যিই এক বিরাট সম্মানের ব্যাপার৷''

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: দেবারতি গুহ