1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়ায় ক্রিকেট বিশ্বকাপের কাউন্টডাউন শুরু

১৯ ফেব্রুয়ারি ২০১০

বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার যৌথ আয়োজনে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ শুরুর এক বছরের কাউন্ট ডাউন শুরু হয়েছে৷

https://p.dw.com/p/M64m

ক্রিকেটের বিশ্ব সংস্থা ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল' বা ‘আইসিসি' শুক্রবার এই দিন গণনা শুরু করে৷

২০১১ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে বাংলাদেশ বনাম ভারতের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে ১৪ জাতির এই বিশ্বকাপ শুরু হবে৷

আইসিসি‘র প্রধান নির্বাহী হারুন লোর্গাত এ উপলক্ষ্যে এক বিবৃতিতে বলেছেন, ‘‘আমি বিশ্বাস করি এটা আমাদের সময়ের একটা বড়ধরণের ক্রীড়া অনুষ্ঠানে পরিণত হবে৷''

তিনি আরও বলেন, ভারতীয় উপমহাদেশে ক্রিকেটের ব্যাপক জনপ্রিয়তা এবং এখন পর্যন্ত আয়োজক দেশগুলো যে উৎসাহ উদ্দীপনা দেখিয়েছে তাতে এই বিশ্বকাপের সাফল্য নিয়ে তিনিসহ সকলেই দারুণ আশাবাদী৷

বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার মোট ১৩টি ভেন্যুতে এ বিশ্বকাপ চলবে ৪৩ দিন ধরে৷

প্রতিবেদন : মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা : আবদুস সাত্তার