1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়া কাপে ‘সারপ্রাইজ’ : দোহা থেকে অরুনাভ চৌধুরী

১১ জানুয়ারি ২০১১

কাতারের দোহায় চলছে এশিয়ান কাপ খেলা৷ সোমবারে অনুষ্ঠিত ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার খেলায়, ৪-০ গোলে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে ভারত৷ দোহাতে রয়েছেন ডয়চে ভেলের খেলা বিশেষজ্ঞ অরুনাভ চৌধুরী৷

https://p.dw.com/p/zwCP
সৌদি আরবকে হারিয়ে সারপ্রাইজ দেখাল সিরিয়াছবি: AP

ঐ খেলার ফলাফল সম্পর্কে অরুনাভ চৌধুরী বললেন,‘‘অস্ট্রেলিয়া এই মুহূর্তে এশিয়ার সবচেয়ে ভালো দল আর ভারত ২৭ বছর পর এই এশিয়া কাপে খেলছে৷ তাই তাদের জন্য এটা একটা ‘লার্নিং প্রসেস'৷ ওদেরকে এখনো অনেক কিছু শিখতে হবে৷ তার ওপর সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছে ভারত৷ অস্ট্রেলিয়া, বাহরাইন আর দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে হচ্ছে৷ আমার মনে হয়, ৪-০ হারলেও বেশ ভালোই খেলেছে ভারত৷ ছেলেরা চেষ্টা করেছে৷ এছাড়া, গোল রক্ষক সুব্রত পাল অসাধারণ একটি ম্যাচ খেলেছে৷ এখন দেখতে হবে পরবর্তী খেলায় কেমন খেলে ভারতীয় দল৷''

১৪ জানুয়ারি রয়েছে ভারত-বাহরাইনের মধ্যকার খেলা৷ এই খেলায় ভারতের প্রস্তুতি কেমন ? অরুনাভ'র কথায়, ‘‘আমি আজ সকালে ভারতের ট্রেনিং ক্যাম্পে গিয়েছিলাম৷ খেলোয়াড়রা যাঁরা গতকাল (সোমবার) খেলেছিলেন, তাঁরা কেউ ট্রেনিং করেননি৷ শুধু রিজার্ভ খেলোয়াড়রা ট্রেনিং করেছে৷ আর সবচেয়ে বড় কথা, দলের অধিনায়ক বাইচুং ভুটিয়ার এই মুহূর্তে ইনজুরি রয়েছে৷ কিন্তু এরপরও তিনি চেষ্টা করছেন, বাহরাইনের সঙ্গে খেলতে৷ তাই ভারতের জাতীয় কোচকে দেখতে হবে, ব্যাপারটা৷ তিনি নিশ্চয় তিন বা চারটি ‘সাবস্টিটিউশন' ব্যবহার করবেন এ ম্যাচের জন্য৷ ভারত আশা করছে ভালো ফল করার৷ যদিও আমার মনে হয়, জয়ের আশা করা উচিৎ নয় ভারতের৷''

ওদিকে, অন্যান্য দলগুলি কেমন খেলছে ? এ প্রশ্নের উত্তরে অরুনাভ চৌধুরী জানান, ‘‘এখনও পর্যন্ত এ টুর্নামেন্টে আমরা বেশ কয়েকটি ‘সারপ্রাইজ' লক্ষ্য করেছি৷ জাপান জর্ডানের সঙ্গে ১-১ করেছে৷ এশিয়ার একটি ছোট্ট দল - সিরিয়া, সৌদি আরবকে ২-১'এ হারাতে পেরেছে৷ আর আবহাওয়াও বেশ অনুকূল এখন৷ মাঠগুলোও দেখতে ভালো৷ তাই এ মুহূর্তে সবাই কথা বলছে, দোহাতে অনুষ্ঠেয় ২০২২ সালের বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে৷''

সাক্ষাত্কার: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: দেবারতি গুহ