1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এসএ গেমসে বাংলাদেশের রেকর্ড সোনা জয়

৭ ফেব্রুয়ারি ২০১০

এসএ গেমসে স্বর্ণপদক জয়ের ক্ষেত্রে বাংলাদেশ আগের সব রেকর্ড ভেঙ্গে ফেললো৷

https://p.dw.com/p/Lv4T
বাংলাদেশের রেকর্ড সোনা জয়ছবি: AP

রোববার স্বাগতিক দেশ দুটি ইভেন্ট থেকে মোট পাঁচটি স্বর্ণপদক জিতে নেয়৷ একদিনে এতগুলো সোনা জয়ের ক্ষেত্রেও এটি একটি রেকর্ড৷ কারাতে ইভেন্টে চারটি ও তায়কোয়ান্দোতে একটি স্বর্ণ জেতার ফলে বাংলাদেশের সর্বমোট সোনার সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে৷ এর আগে ১৯৯৩ সালে ঢাকায় অনুষ্ঠিত গেমসে বাংলাদেশ সর্বোচ্চ ১১টি স্বর্ণ জিতেছিল৷

কারাতে ইভেন্টে সোনা এসেছে মেয়েদের এককে দুটি এবং মেয়েদের ও ছেলেদের দলীয় ইভেন্ট থেকে দুটি৷ মেয়েদের এককে ৪৫ কেজি ওজন শ্রেণীতে দেশের পক্ষে সোনা জেতেন মরিয়ম খাতুন বিপাশা৷ আর ৫৫ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ পান নও উ প্রি৷

তায়কোয়ান্দোতে মেয়েদের ৪৯ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের শাম্মী আক্তার৷

হকিতে অনেক কষ্টে শ্রীলঙ্কাকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করেছে বাংলাদেশ৷ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অতিথিদের তারা হারায় ২-১ গোলে৷ এদিকে গেমসের সবচেয়ে আকর্ষনীয় ইভেন্ট ফুটবলের সোনার লড়াইয়ে বাংলাদেশ সোমবার নামবে আফগানিস্তানের বিপক্ষে৷

প্রতিবেদনঃ জাহিদুল হক

সম্পাদনাঃ অরুন শঙ্কর চৌধুরী