1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এসে গেল নতুন স্পাইডার ম্যান

৬ জুলাই ২০১০

হলিউডের জনপ্রিয় ও ব্যবসা সফল ছবি ‘স্পাইডার ম্যান’এর চরিত্রে পরিবর্তন আসছে৷ আর এতে নতুন মুখ হিসেবে আসছেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ব্রিটিশ অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ড৷

https://p.dw.com/p/OBtC
ফাইল ফটোছবি: AP

আগে থেকেই জানা ছিল যে স্পাইডার ম্যান চরিত্রে টবি ম্যাগুইরে আর থাকছেন না৷ তাই কে হবেন নতুন পিটার পার্কার - তা নিয়ে চলছিল এতদিন নানা জল্পনা কল্পনা৷ শেষ পর্যন্ত ছবির পরিচালক মার্ক ওয়েব জানালেন, বাফটা অ্যাওয়ার্ড বিজয়ী ব্রিটিশ অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ড হতে যাচ্ছেন আমাদের নতুন ‘ফ্রেন্ডলি নেইবারহুড' স্পাইডার ম্যান৷ ছবির নতুন নায়ক সম্পর্কে ওয়েব বলেন, ‘‘যদিও তাঁর নাম অনেকের কাছেই নতুন, কিন্তু অ্যান্ড্রুকে যারা চেনে, তারা তাঁর অসাধারণ প্রতিভা সম্পর্কে ওয়াকিবহাল৷ বুদ্ধিমত্তা, রসিকতা আর মানবিকতার একটি দুর্লভ সমন্বয় রয়েছে তাঁর মধ্যে৷''

তবে এটাই গারফিল্ডের প্রথম হলিউডের ছবি নয়৷ এর আগে ২০০৮ সালে তিনি অভিনয় করেছিলেন ‘লায়ন্স ফর ল্যাম্বস' নামে একটি ছবিতে, যাতে অভিনয় করেন রবার্ট রেডফোর্ড, টম ক্রুজ এবং মেরিল স্ট্রিপের মত তারকারা৷ একই বছর তিনি অভিনয় করেন ‘বয় এ' নামে একটি ব্রিটিশ ছবিতে৷ এবং সেই ছবিতে দুর্দান্ত অভিনয় তাঁকে এনে দেয় ব্রিটিশ চলচ্চিলত্র পুরস্কার বাফটা অ্যাওয়ার্ড৷

ব্রিটেনের সারেতে বেড়ে ওঠা ২৬ বছর বয়সী এই তরুণ অভিনেতার জন্ম কিন্তু যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে৷ ব্রিটিশ মা ও অ্যামেরিকান বাবার ছেলে অ্যান্ড্রু গারফিল্ড তিন বছর বয়সে পাড়ি দেন ব্রিটেনে৷ এরপর সেখানেই বেড়ে ওঠেন৷ অভিনয় জগতে পা রাখার আগে লন্ডনের সেন্ট্রাল স্কুল অফ স্পিচ অ্যান্ড ড্রামাতে প্রশিক্ষণ নেন৷ অর্থাৎ, অনেক বিখ্যাত অভিনেতার মত নতুন স্পাইডার ম্যানও থিয়েটার হয়েই বড় পর্দায় আসেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ