1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্যাডমিন্টন বিভ্রাট

১৭ আগস্ট ২০১৩

সূক্ষ্ম সম্পর্ক৷ প্রমাণ হল এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের একক ফাইনালে৷ বিতর্কের রেশ এখনও মেটেনি ও সহজে মিটবে না৷ খেলার মাঝখানে এয়ার-কন্ডিশনিং ফেল না করলে কি চীনের লি ডান মালয়েশিয়ার লি চং ওয়াই-কে হারাতে পারতেন?

https://p.dw.com/p/19R90
ছবি: Getty Images

ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে চারবারের চ্যাম্পিয়ন লি ডান-কে কোনোমতেই অযোগ্য প্রতিদ্বন্দ্বী বলা চলে না৷ ওদিকে লি চং ওয়াই হলেন বিশ্বের পয়লা বাছাই৷ এই দু'জনের মধ্যে ম্যাচটা যে ক্ল্যাসিক বলে গণ্য হবে, সেটা তো জানাই কথা৷

কিন্তু সেই ম্যাচে যদি মাঝপথে শীততাপ নিয়ন্ত্রণ ইস্তফা দেয় – যার ফলেই সম্ভবত চং ওয়াই-কে ম্যাচপয়েন্টের মুখে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যেতে হয়, তাহলে লি ডান-এর বিজয় নিয়ে বিতর্ক দেখা দেবে বৈকি, অন্তত মালয়েশিয়ার ফ্যানদের তরফ থেকে৷

‘‘ভেতরে এতো গরম ছিল যে চং ওয়াই ডিহাইড্রেটেড হয়ে গিয়েছিল৷ সেজন্যই তার পেশিতে টান ধরে,'' মালয়েশিয়ার দ্য স্টার পত্রিকাকে বলেছেন চং ওয়াই-এর কোচ তেই সয় বক৷ ‘‘এটা ঠিক নয়৷ প্লেয়াররা কষ্ট পাচ্ছিল৷ এক সময় তো চং ওয়াই-এর নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছিল৷

দক্ষিণ চীনের গুয়াংজু-তে টিয়ানহে জিমন্যাসিয়াম৷ সেখানকার এয়ার-কন্ডিশনিং-এর গোলমালটা এই যে, কোর্টের একদিকে পেছন থেকে ও ধার থেকে একটা হাওয়া বয় – ঐ এয়ার-কন্ডিশনিং-এর দরুন৷ তার ফলে সেদিকে যে প্লেয়ার খেলছে, তার রিটার্নগুলো বেশি দীর্ঘ এবং ওয়াইড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে৷ এই গলদটাই নাকি টুর্নামেন্ট কর্তৃপক্ষ সারা সপ্তাহ ধরে ঠিক করার চেষ্টা করছিলেন, বলে জানিয়েছেন এএফপি-র এক রিপোর্টার৷

ব্যাডমিন্টন খেলায় এমন বিতর্ক!
ব্যাডমিন্টন খেলায় এমন বিতর্ক!ছবি: Getty Images

চীনের লিন ডান যখন বাতাসের দিকটায় বদলি হন, ঠিক তখনই নাকি এয়ার-কন্ডিশনিং বন্ধ হয়ে যায়৷ সেটা ছিল সেকেন্ড গেমের সূচনায়৷ হলে তাপমাত্রা বাড়তে থাকে; ফ্যানরা যা পাচ্ছেন, তাই দিয়ে নিজেদের হাওয়া করছেন৷ ওদিকে যে লিন ফার্স্ট গেমের পরে পিছিয়ে ছিলেন, তাঁকে এক পর্যায় পিনপয়েন্ট শট করতে দেখা যায়, যেন তিনি তাঁর রেঞ্জ খুঁজে পেয়েছেন৷ বলা বাহুল্য, পেছন কিংবা ধার থেকে কোনোরকমের বাতাস তাঁকে বিরক্ত করছিল না৷ খেলার অ্যারেনায় তখন পাতা নড়ার মতো বাতাস নেই৷

বাকি ম্যাচ যতক্ষণ চলে, ততক্ষণ এয়ার-কন্ডিশনিং অচল থাকে – আসে আবার খেলা শেষ হওয়ার পরে, জানিয়েছেন এএফপি-র রিপোর্টারটি৷ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন পুরো ঘটনাটি তদন্ত করে বৃহস্পতিবার জানিয়েছে, চীনা কর্মকর্তারা বলছেন, এয়ার-কন্ডিশনিং স্বেচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হয়নি৷ তবে দিনের গোড়ায় এয়ার-কন্ডিশনিং বড় নীচু করে রাখা ছিল৷ ফাইনালের দিন বহু দর্শকের সমাগমের ফলেই নাকি তাপমাত্রা বেড়ে যায়৷

এই ব্যাখ্যাতেই নিন্দুকদের মুখ বন্ধ হবে, এ ধারণা করা ভুল৷ লিন লন্ডন অলিম্পিক্সের পর প্রতিযোগিতামূলক খেলায় লম্বা বিরতি দেওয়ায় তাঁর ব়্যাংকিং নেমে দাঁড়ায় ১০০-য়৷ তা সত্ত্বেও তাঁকে এই টুর্নামেন্টের একমাত্র ওয়াইল্ড কার্ডটি দেওয়া হয় দৃশ্যত ফ্যানদের কাছে তাঁর জনপ্রিয়তার কারণে৷ ড্র-তেও লিন চং ওয়াই-এর ঠিক উল্টোদিকে পড়েন, যার ফলে ফাইনালের আগে দু'জনের কোর্টে মোলাকাত ঘটার কোনো সম্ভাবনা থাকে না৷

লি ডান ফাইনালে পৌঁছন একটিও গেম না হারিয়ে, এমনকি বিশ্বের দ্বিতীয় বাছাই চীনের চেন লং-এর বিরুদ্ধে সেমিফাইনালেই নয়৷ এবার তিনি তাঁর পঞ্চম বিশ্বচ্যাম্পিয়ন খেতাবটি সংগ্রহ করলেন, যদিও তিনি সারা বছর মাত্র তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন৷

এসি / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য