1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেমন এ ক্লিন ইমেজ?

২৯ জানুয়ারি ২০১৪

সমাজ কল্যাণ মন্ত্রীর প্রকাশ্যে ধূমপানের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ও ব্লগে নিন্দার ঝড় উঠেছে৷ ক্ষমা চাওয়ার পর এখন তাকে বিচারের আওতায় আনার দাবি জানানো হচ্ছে৷

https://p.dw.com/p/1Az3M
Lebenskosten Zigaretten Marlboro Schachtel
ছবি: picture alliance/dpa

সামহয়্যার ইন ব্লগে রিপন ইমরান লিখেছেন, ‘গতকাল সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে বসে সমাজকল্যাণ মন্ত্রী মহসীন আলীর ধূমপানের ছবিটি দেখে আমার ঈশপের গল্প মনে পড়ছে৷ আমি হলপ করে বলতে পারি আমরা যারা রাজনীতি সংশ্লিষ্ট নই তারা জাতীয় পর্যায়ের নেতা হিসেবে এই চেইন স্মোকার মহসীন আলীকে চিনতাম না৷ প্রধানমন্ত্রী তাকে বর দিয়েছেন কিন্তু সেই বরই তার গলার কাঁটা হয়েছে৷’

ফেসবুকে প্রকাশ্যে ধূমপানের জন্য ক্ষমা চেয়েছেন সৈয়দ আলী৷ তিনি লিখেছেন, অনকনসাস মাইন্ডে ঘটে যাওয়া এই ঘটনার জন্য তিনি দুঃখিত৷ আল্লাহ রহম করছে উনি যে আনকনসাস মাইন্ডে মঞ্চে আগুন ধরিয়ে দেন নাই৷ তার বিষয়ে সরকারের কয়েকটি দ্রুত পদক্ষেপ নেয়া উচিত৷

তার ব্যক্তিগত অস্ত্র থাকলে তা জব্দ করা এবং সর্বোপরি দেশের জনগুরুত্বপূর্ণ সমস্ত কাজ থেকে তাকে দূরে রাখা৷

তবে আদালতের উচিত দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রকাশ্য ধূমপানের জন্য নির্ধারিত জরিমানা করা৷ কারণ আইন সবার জন্যই সমান৷ আর আইনের সুষ্ঠু প্রয়োগেই সমাজের কল্যাণ অবধারিত৷

সমাজকল্যাণ মন্ত্রীর বিচার নিয়ে প্রশ্ন তুলেছেন ব্লগার মিজানুর রহমান জুয়েল৷ লিখেছেন, প্রচলিত আইনে প্রকাশ্যে ধূমপান করা শাস্তিযোগ্য অপরাধ৷ কিন্তু যিনি এই অপরাধটি করলেন তিনি একজন প্রভাবশালী আইন প্রণেতা৷ মাননীয় প্রধানমন্ত্রীর বর্তমান মন্ত্রিপরিষদ সর্বজন স্বীকৃত ক্লিন ইমেজের মন্ত্রিপরিষদ৷ এ কেমন ধরনের ক্লিন ইমেজ? মাননীয় প্রধানমন্ত্রী, শুরুতেই এই ধরনের কাজ এক দিক থেকে ভালোই হলো৷ এদের উপযুক্ত সাজার ব্যবস্থা করলে ভবিষ্যতে আর কেউ এহেন কাজ করবে না৷ কিন্তু মন্ত্রীমহোদয়! তার কৃত কর্মের সাজা পাবেন কি?

এম এ আমিন খান অবশ্য সবাইকেই ধূমপান থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন৷ প্রশ্ন রেখেছেন, নিজে ধূমপায়ী হয়ে অপরের সমালোচনা কি করা যায়?

‘ধূমপান করা ভালো না মন্দ? উত্তর যদি মন্দ হয় তবে সেটা গোপনে বা প্রকাশ্যে যেভাবেই করা হোক দুটোই অপরাধ৷ তিনি লিখেছেন, অনেক ধূমপায়ী অনলাইন অ্যাক্টিভিস্টকে দেখছি মন্ত্রীর ছবি দেখিয়ে সমালোচনা করছেন৷ অথচ তারা নিজের সমালোচনা করছেন না কেনো?

অপরাধ, সেটা গোপনে বা প্রকাশ্যে হোক, সেটা অপরাধই৷ মন্ত্রীর সমালোচনা করার আগে নিজের সমালোচনা করুন৷ আগে ঘোষণা দিন যে আপনি ধূমপান করেন না, আর কখনো করবেন না৷ তারপর কোমরে গামছা বেধে সমালোচনায় নামুন৷'

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য