1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এ বছরের ‘ওয়ার্ল্ড স্টেটসম্যান অ্যাওয়ার্ড’ পেলেন ড. মনমোহন সিং

১৫ মার্চ ২০১০

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ‘দ্য অ্যাপীল অব কনসায়েন্স ফাউন্ডেশন’ ঘোষণা করেছে এ বছরের শ্রেষ্ঠ রাষ্ট্রনেতার নাম৷ তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷ অর্থাৎ, তিনিই পেলেন ‘ওয়ার্ল্ড স্টেটসম্যান অ্যাওয়ার্ড - ২০১০’৷

https://p.dw.com/p/MTAv
ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং (ফাইল ছবি)ছবি: AP

শুক্রবার প্রাক্তন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি জন নেগ্রোপন্টে জানান, আগামী সেপ্টেম্বর মাসে এই সম্মান তুলে দেওয়া হবে ভারতের প্রধানমন্ত্রীর হাতে৷ উল্লেখ্য, সেপ্টেম্বরেই মনমোহন সিং'এর ৭৮ বছরের জন্মদিন৷ ওদিকে, যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত মীরা শঙ্কর'এর কথায়, এই পুরস্কার অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী৷

প্রসঙ্গত, ১৯৬৫ সালে ‘দ্য অ্যাপীল অব কনসায়েন্স ফাউন্ডেশন' নামের ঐ সংস্থাটি স্থাপন করেন আর্থার স্নিয়ার৷ তিনি একজন ইহুদদি ধর্মযাজক - ব়্যাব্বাই৷ বিশ্বে যাঁরা ধর্মান্ধতার বিরুদ্ধে সক্রিয় এবং মানবাধিকার রক্ষায় সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন, মূলত তাঁদেরকেই এই বিশেষ পুরস্কারে সম্মানিত করে থাকে সংস্থাটি৷ এছাড়াও বিশ্বে শান্তি, সহিষ্ণুতা, ধর্ম নিরপেক্ষতার পথ প্রশস্ত করতে, জাতিগত দ্বন্দ্ব নিরসন করতে এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষার্থে কাজ করে আসছে ‘দ্য অ্যাপীল অব কনসায়েন্স ফাউন্ডেশন'৷ মূলত এটি ব্যবসায়, ধর্ম ও পররাষ্ট্র বিষয়ক নীতির সঙ্গে সংস্লিষ্ট নেতাদের এক আন্তঃধর্মীয় জোট৷

এর আগে এই বিশেষ সম্মান পেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন (২০০৯), ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি (২০০৮), জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল (২০০৭) এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা (২০০৬)৷

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক