1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এ ‘মণিহার’ মায়াবতীর নাহি সাজে...

১৭ মার্চ ২০১০

উত্তর প্রদেশ ভারতের এমন এক রাজ্য, যেখানে দরিদ্র মানুষের সংখ্যা নেহাত কম নয়৷ আর সে রাজ্যের মুখ্যমন্ত্রী ‘বহুজন সমাজ পার্টি’র নেত্রী মায়াবতী৷ কিন্তু, দলের ২৫ বছর পূর্তিতে একটি বহুমূল্য মালা পরতে দ্বিধা করলেন না তিনি৷

https://p.dw.com/p/MUuE
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতীছবি: AP

বেশ কয়েক মিটার দীর্ঘ ঐ মালাটি তৈরি এক হাজার টাকার নোট দিয়ে৷ বিএসপি নেতারা সেই বিরাটাকার মালা মায়াবতীকে উপহার দিচ্ছেন - বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে দেখা যায় সেই ছবি৷ আর ঐ অর্থ সমর্থকদের অনুদান থেকে এসেছে - বিএসপি এ কথা বললেও, মালাটি তৈরিতে মোট কতো খরচ হয়েছে - সে ব্যাপারে কিছুই বলছে না তারা৷ বিএসপি সদস্য ও আইনজ্ঞ বিজয় বাহাদুর সিং বলেন, ‘‘ঐ মালা উপহার দেওয়ার মধ্যে দিয়ে আমাদের নেত্রী মায়াবতীকে শ্রদ্ধা জানিয়েছে তাঁর অগুন্তি সমর্থক৷ মানুষকে শ্রদ্ধা জানানো থেকে আমরা কীভাবে বিরত রাখবো ?''

এদিকে, বেশ কিছু বার্তা মাধ্যমের খবর অনুযায়ী, ‘দলিত রাণী'র জন্য তৈরি ঐ মালা তৈরি করতে খবর হয়েছে প্রায় ২১ লাখ টাকা৷ তাই সেই বহুমূল্য হার গলায় দেওয়ায়, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী যে তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছেন - তা বলাই বাহুল্য!

এছাড়া, পার্টির বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে অন্ততপক্ষে ৪০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে বলে খবর৷ ফলত, এ নিয়ে সমালোচনায় ঝড় তুলেছে বহুজন পার্টি ও কংগ্রেস৷ বিরোধী দলগুলির বক্তব্য, মায়াবতী একসময় শিক্ষক ছিলেন৷ আর এখন, সেই তিনিই ৮০ একর সমাবেশস্থল ভরিয়ে তুলতে ৪০ মিলিয়ন ডলার খরচ করলেন ? বাসে করে সারাদেশ থেকে কর্মীদের নিয়ে আসলেন ?

তাই তো, ‘দলিত রাণী'র গলায় এহেন ‘মণিহার' কি সত্যিই সাজে ?

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : সঞ্জীব বর্মন