‘এ রকমই চাই প্রিয় ডয়চে ভেলে থেকে' | পাঠক ভাবনা | DW | 18.11.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘এ রকমই চাই প্রিয় ডয়চে ভেলে থেকে'

‘‘স্ত্রী অসুস্থ, কাজের প্রচণ্ড চাপ৷ তাই এ মুহূর্তে শরীর, মন কোনোটাই ভালো নেই বলে লেখার সময় করে উঠতে পারি না৷'' তারপরও অবশ্য ডিডাব্লিউ বাংলার ওয়েবসাইটটি পড়তে ভোলেননি পাঠক সোহেল রানা৷

ওয়েবসাইটের প্রতিবেদন সম্পর্কে এই পাঠক-বন্ধু তাঁর মতামত ব্যক্ত করেছেন এভাবে: ‘‘বাংলাদেশে অবৈধ বিদেশির সংখ্যা ১০ হাজারের বেশি – শীর্ষক প্রতিবেদনটি পড়ে নানা তথ্য পেলাম৷ বাংলাদেশিদের মধ্যে অনেক লোক যেমন বিদেশে অবৈধভাবে বসবাস করেন, তেমনি বিদেশের অনেক মানুষও আমাদের দেশে অবৈধভাবে বসবাস করেন৷ তবে এ ব্যাপারে আরো আগেই পদক্ষেপ নেয়ার দরকার ছিল৷ বিদেশে প্রতিনিয়ত বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয় এবং নানা রকম নির্যাতন করা হয়৷ সেক্ষেত্রে আমাদের দেশে এমন কোনো অভিযান এর আগে হয়েছে কিনা সন্দেহ৷ আমাদের দেশের কর্তৃপক্ষকে অবশ্যই এই অভিযানের জন্য ধন্যবাদ দিতে হবে৷ আপনারা ভালো থাকবেন৷ মো. সোহেল রানা হৃদয়, ভিউয়ার, আইজিএসএন্ডসি, ঢাকা সেনানবিাস, ঢাকা, বাংলাদেশ৷''

পরের মতামতটি পাঠিয়েছেন নিয়মিত পাঠক সুভাষ চক্রবর্তী৷ তিনি লিখেছেন, ‘‘ন্যাশনস ব্র্যান্ড ইনডেক্স-এর সর্বশেষ সমীক্ষায় বিশ্বের শীর্ষস্থানীয় দেশ জার্মানি – এই খবরটি আজ ওয়েবসাইট খুলে প্রথমেই নজরে এলো৷ খুব আগ্রহ নিয়ে পড়ে ফেললাম এ খবর নিয়ে প্রতিবেদন এবং সংবাদভাষ্য৷ এটা খুবই আনন্দের খবর যে সারা বিশ্বের মানুষ বিশ্বের ৪৯টি অন্যান্য উন্নত এবং উন্নয়নশীল দেশের তুলনায় জার্মানির প্রতি আস্থা আর ইতিবাচক ধারণা পোষন করেছে৷ বহু কাঙ্খিত এই সম্মানকে ধরে রাখতে হলে জার্মানিকে সরকার পরিচালনা, সংস্কৃতি, বিদেশ নীতি, রপ্তানি, পর্যটন, বিনিয়োগ, অভিবাসন নীতি ও অর্থনৈতিক সংস্কারকে আরও মজবুত করতে হবে বলেই মনে করি৷''

এছাড়ও আমাদের ছবিঘরগুলো সম্পর্কে তিনি লিখেছেন, ‘‘ওয়েবসাইটে যেহেতু প্রতিদিনই নতুন নতুন বিষয় নিয়ে তথ্যসহ সুন্দর ছবিঘরের উপস্থাপনা আমরা পাচ্ছি, তাই ‘মাথার চুল পড়ার কারণ আর সমাধান' এবং ‘পছন্দের সঙ্গী পাওয়ার ৯ টি উপায়' চটজলদি দেখে নিতে ভুল হল না৷'' সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি, ভারত৷

ছবিঘর সম্পর্কে এমএ বারিকের মতামত, ‘‘ভিডিও ব্লগিং যেভাবে মিডিয়াকে বদলে দিচ্ছে’’ , ‘নারীদের চলাফেরার জন্য বিপজ্জনক ৭টি শহর', ‘যে শহর থেকে জার্মান পুনর্মিলনের সূচনা', ‘জীববৈচিত্রের অসাধারণ মুহূর্ত যখন ক্যামেরাবন্দি', ‘সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর' ইত্যাদি প্রতিবেদনগুলো ডয়চে ভেলের ওয়েবসাইটের গুণগত মান বাড়িয়ে দিয়েছে৷ কারণ এ সব প্রতিবেদনগুলো সমসাময়িক বিষয়ে রচিত এবং তথ্যসমৃদ্ধ৷ প্রতিবেদনগুলো পড়ে আমার বেশ ভালো লেগেছে৷ এ রকমই চাই আমাদের প্রিয় ডয়চে ভেলে থেকে৷ আর হ্যাঁ, এ বছর দুই জার্মানির পুনর্মিলনের ২৫ বছর পূর্তি হলো৷ তাই জার্মানিতে বসবাসকারীদের অনেক অনেক শুভেচ্ছা৷ এমএ বারিক, ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া, বাংলাদেশ৷''

- মতামত জানানোর ধন্যবাদ সবাইকে৷ প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন, কেমন?

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন