1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঐক্যমতের ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে: সুরঞ্জিত সেনগুপ্ত

Debarati Guha১২ এপ্রিল ২০১১

সব দলের ঐক্যমতের ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত এমপি৷

https://p.dw.com/p/10ruw
সংবিধান সংশোধনের প্রশ্নে ঐক্যমতের কথা বলছেন সুরঞ্জিত সেনগুপ্তছবি: Harun Ur Rashid Swapan

কোন দল যদি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সংবিধান সংশোধনের কাজে অংশ না নেয় তাহলে জাতির কাছে দায়বদ্ধ থাকবে৷

সংবিধান সংশোধন নিয়ে সংসদীয় কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন৷ গত রাতের ওই বৈঠকের পর আজ কমিটির সদস্যরা আবার সংসদে তাদের কার্যালয়ে বৈঠক করেন৷ বৈঠকের পর সুরঞ্জিত সেনগুপ্ত এমপি জানান, সংবিধান সংশোধনে সব দলের মতামত নেয়া হবে৷ তারা চান, ঐক্যমতের ভিত্তিতে সংবিধান সংশোধন করতে৷ সুপ্রিম কোর্টের রায়ের আলোকে সংবিধান সংশোধনে সব দলের সহযোগিতা করা উচিত৷ কিন্তু বিএনপি সংবিধান সংশোধন নিয়ে ষড়যন্ত্র করছে বলে তিনি অভিযোগ করেন৷

Dhaka Bangladesch 10 von 19
সংবিধান সংশোধনে সংসদে আলোচনা হবেছবি: DW/Harun Ur Rashid Swapan

সংবিধান সংশোধনের জন্য কয়েকজন সংবিধান বিশেষজ্ঞ ইতিমধ্যেই কমিশন গঠনের দাবি তুলেছেন৷ তারা জনমত যাচাইয়ের কথাও বলেছেন৷ এর জবাবে সুরঞ্জিত বলেন, সংবিধানের জন্য '৭২ সালেও কোন কমিশন গঠন করা হয়নি৷ তিনি প্রশ্ন করেন, তাহলে এখন কার স্বার্থে কমিশন গঠনের কথা আসছে৷ যারা বলছে তাদের উদ্দেশ্য কী?

সুরঞ্জিত জানান, সংবিধান সংশোধনে সংসদে যেমন আলোচনা হবে৷ আলোচনা হবে সংসদের বাইরেও৷ তবে গত রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংবিধান সংশোধন নিয়ে কী কী আলোচনা হয়েছে, সে ব্যাপারে মুখ খোলেননি তিনি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন