1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওজিলের চোট নিয়ে চিন্তায় ল্যোভ

১১ অক্টোবর ২০১০

একের পর এক তিন তিনখানা শক্ত ম্যাচ জিতেছে জার্মানি৷ তারপরেও দলের পরিস্থিতি নিয়ে মোটেই সন্তুষ্ট নন জাতীয় দলের কোচ ইওয়াখিম ল্যোভ৷ বলছেন, ইউরোকাপের জন্য যোগ্য হওয়া থেকে বহু দূরে রয়েছে তাঁর দল৷

https://p.dw.com/p/Pap7
মেসুত ওজিলছবি: picture-alliance/dpa

পরপর তিন ম্যাচ জিতেও খুশি নন ল্যোভ

জার্মানি ভালো খেলছে৷ ইউরোকাপের বাছাই পর্বের প্রথম তিনটে ম্যাচেই জিতেছে দারুণভাবে৷ তুরস্ককে তো হেলায় হারিয়েছে বলা যায়৷ তারপরেও জাতীয় দলের কোচ ইওয়াখিম ল্যোভ কিন্তু বলছেন, ২০১২ সালের ইউরোকাপের জন্য যোগ্য হওয়া থেকে বহুদূরে রয়েছে তাঁর দল৷ কারণ হিসেবে তিনি বলছেন, দলের ভারসাম্য ঠিকঠাক নয়৷ তার ওপর রয়েছে বেশ কিছু খেলোয়াড়ের চোট আঘাত৷ যাদের মধ্যে প্রথমেই নাম করা দরকার নির্ভরযোগ্য তরুণ তারকা মেসুত ওজিলের৷

ওজিল

তুরস্কের সঙ্গে খেলাটায় দ্বিতীয় গোলটা দেন ওজিল৷ রেয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার ওই খেলাতেই তুরস্কের সেরভেট সেটিনকে ট্যাকল করতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে জোর আঘাত পান৷ অবস্থা এখন এমন যে আগামীকাল মঙ্গলবার কাজাখস্তানের সঙ্গে জার্মানির পরের ম্যাচটায় ওজিল সম্ভবত দলে থাকছেন না৷ কারণ তাঁকে বিশ্রাম নিতে হবে৷ ওজিল নিজে যদিও আশাবাদী৷ মাত্র একুশ বছর বয়সী এই তারকা বলেছেন, দলের ডাক্তার আর ফিজিওদের ওপর আমার খুব আস্থা৷ আমার ধারণা আমি সুস্থ হয়ে যাব৷ যদিও গোড়ালিতে যে ব্যাথা আছে সেকথাও স্বীকার করে নিয়েছেন তিনি৷ তবে রোববার, মানে গতকাল ওজিলকে প্র্যাকটিসে দেখা যায়নি৷

কাজাখস্তানে জার্মান দল

সেটাতে কোচ ল্যোভের সন্দেহ আছে৷ কাজাখ রাজধানী আস্তানায় পৌঁছাতে চার হাজার কিলোমিটার উড়ে যেতে হবে জার্মান দলকে৷ কোচের দুশ্চিন্তা, এই লম্বা বিমানযাত্রা, কাজাখস্তানের সঙ্গে জার্মানির চারঘন্টা সময়ের ফারাক, কিছু খেলোয়াড়ের চোট এবং সর্বোপরি খেলার টেনশন৷ এই সবকিছু মিলিয়ে গন্ডগোল না হয়ে যায়৷ ইউরো বাছাইপর্বের এই খেলাটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন তাই কোচ ল্যোভ৷ তবে বিশ্বকাপে তৃতীয় জায়গা নেয়া জার্মানির তরুণ দলটা যে এখন মোটের ওপর ছন্দের মধ্যে আছে তা কিন্তু প্রমাণ হয়েছে শেষ তিনটে খেলায়৷ যে খেলার সবগুলোই বেশ দাপট নিয়েই জিতেছে জার্মানি৷ এখন আস্তানায় কি হয়, তাই দেখার বিষয়৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম