1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওপেন ইউনিভার্সিটি পছন্দের তালিকায় প্রথম

১৬ মে ২০১১

গত বছর থেকে ব্রিটেনে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বাড়ানো হয়েছে৷ প্রায় ১১ হাজার ইউরো দিতে হবে দেশি ছাত্র-ছাত্রীদের৷ আর বিদেশী ছাত্র-ছাত্রীদের দিতে হবে ৩০ হাজার ইউরো৷

https://p.dw.com/p/11Gbs
Mother and baby in home office with laptop and telephone © Monkey Business - Fotolia.com, Undatierte Aufnahme, Eingestellt 17.02.2011
ওপেন ইউনিভার্সিটির দূর শিক্ষণ শিক্ষা কার্যক্রম অনেকের প্রথম পছন্দছবি: Fotolia/Monkey Business

বর্তমানে যা খরচ তার তিনগুন বেশি খরচ বাড়বে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের জন্য৷ আর আর্থিক সঙ্কট এড়াতে অনেক ছাত্র-ছাত্রী ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনার প্রতি ঝুঁকে পড়েছে৷

ব্রিটেনে শিক্ষাঋণ নিয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে৷ যে কোন ছাত্র-ছাত্রী ঋণ নিয়ে পুরো টিউশন ফি জমা দিতে পারে৷ পড়াশোনা শেষে চাকরি পেলে ধীরে ধীরে তা শোধ করা হয়৷ তবে ১১ হাজার ইউরোর ঋণে কেউ পড়তে চাচ্ছে না৷ তাই বিকল্প পতে পড়াশোনা শেষ করতে আগ্রহী তরুণ-তরুণীরা৷ ওপেন ইউনিভার্সিটির দূর শিক্ষণ শিক্ষা কার্যক্রম এক্ষেত্রে সবার প্রথম পছন্দ৷

ছাত্রী জুলিয়েট রবার্টস জানাল,‘‘আমি চেষ্টা করছি আমার শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে কারণ আমি একটি বিষয় নিয়ে চিন্তিত৷ আমার স্টাডি ম্যানুয়ালের নতুন একটি চ্যাপটার নিয়ে আমি ব্যস্ত আছি৷''

ইন্টারনেটে বসে ক্লাশ করা

২৩ বছর বয়স্ক দূর শিক্ষণের ছাত্রী জুলিয়েট রবার্টস জানাল, কীভাবে তিনি শিক্ষক এবং অন্যান্য ছাত্র-ছাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন৷ জুলিয়া পড়াশোনা করছেন ওপেন ইউনিভার্সিটিতে৷ জুলিয়েট বলল,‘‘আমি ইন্টারনেটের সাহায্যে স্টুডেন্ট ফোরামে অংশগ্রহণ করতে চাচ্ছি৷ একটি ইমেলের মাধ্যমে আমাকে তা জানাতে হবে৷ আমি দেখতে পাবো ফোরামে পরিচিত কেউ আছে কি না৷ থাকলে সেথানেই পড়াশোনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো৷''

ওপেন ইউনিভার্সিটিতে যারা ভর্তি হয়েছে তাদের সবার বয়স ২৫-এর নিচে৷ জুলিয়া জানালো, অনেকেই পড়াশোনার পাশাপাশি কাজও করছে৷ অন্য কোন বিশ্ববিদ্যালয়ে এত পয়সা খরচ করে কেউই পড়াশোনা করতে আগ্রহী নয়৷ বিশেষ করে যেভাবে টিউশন ফি বাড়ছে তাতে পড়াশোনা অনেকের ধরা-ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে৷

যখন এই বিশ্ববিদ্যালয়টি প্রথম খোলা হয় তখন ধরে নেয়া হয়েছিল যারা ভর্তি হবে তাদের বয়স ৩০-এর নীচে হবে না৷ অথচ বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র৷ কোর্সের সব প্রয়োজনীয় কাগজ-পত্র ডাকযোগে ছাত্র-ছাত্রীদের কাছে পাঠিয়ে দেয়া হবে৷ আর বাকি কাগজগুলো ইমেলের মাধ্যমে পৌঁছে যাবে ছাত্র-ছাত্রীদের কাছে৷

একা একা পড়াশোনা কি বিরক্তিকর?

জুলিয়েট পড়াশোনা করছে মনোবিজ্ঞান নিয়ে৷ সে জানাল, ইন্টারনেটের কারণে তরুণ প্রজন্মের কাছে পড়াশোনা অনেক সহজ হয়ে উঠেছে৷ জুলিয়েট বলল,‘‘আমি প্রথমে মনে করেছিলাম বাড়িতে একা একা পড়াশোনা করবো৷ কিন্তু কেমন লাগবে? কিন্তু অনলাইনে এত ফোরাম, পড়াশোনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার অনেক সুযোগ৷ আর সারা সপ্তাহেই কোন না কোন বিষয় নিয়ে টিউটোরিয়াল ওয়ার্ক হচ্ছে৷ আসলে অনেক ছাত্র-ছাত্রীর সঙ্গে এভাবে যোগাযোগ করা সম্ভব৷ নিজের স্টাডি গ্রুপের বাইরে ছাত্র-ছাত্রীদের সঙ্গে পরিচিত হওয়া যায়৷ আর তাছাড়া যারা টিউটোরিয়াল ওয়ার্ক করায় তারা অত্যন্ত বন্ধুসুলভ, তারা সাহায্যের জন্য সবসময় প্রস্তুত৷ তাদের সঙ্গে সহজে যোগাযোগ করা যায়, যে কোন বিষয় নিয়ে নির্দ্বিধায় কথা বলা যায়৷''

ওপেন ইউনিভার্সিটির প্রাঙ্গন যে কোন বিশ্ববিদ্যালয়ের মতই৷ এখানে একটি ক্যাম্পাস রয়েছে৷ প্রায় ৩৮ হেক্টর জমি নিয়ে এই বিশ্ববিদ্যালয়৷ তবে পার্থক্য হল এখানে ছাত্র-ছাত্রীদের দেখা যাচ্ছে না৷ তারা পুরোপুরি অনুপস্থিত৷ প্যাট্রিক কাজ করছেন ওপেন ইউনিভার্সিটিতে৷ তিনি বললেন,‘‘এই বিশ্ববিদ্যালয়ে প্রায় দশ লক্ষ ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে৷ অনেক ছাত্র-ছাত্রীই হয়তো একসময় সহকর্মী হবে, পরিবারের একজন সদস্য হবে, কেউ হয়তো ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের হাল ধরবে, শিক্ষকতার সঙ্গে সম্পৃক্ত হবে৷ আমাদের এখানে বিভিন্ন বয়সের ছাত্র-ছাত্রী রয়েছে৷ ইদানিং অনেকেই যে বিষয়টি স্বীকার করে তাহল, শুধু একটি ড্রিগ্রি থাকেলই চলবে না, পাশাপাশি কাজের অভিজ্ঞতা থাকা চাই৷ আর এই বিশ্ববিদ্যালয় সেই সুযোগটি দিচ্ছে৷ পড়াশোনার পাশাপাশি চাকরি৷''

১১ হাজার ইউরো বনাম ২ হাজার ইউরো

চাকরির সুবাদে অনেকের টিউশন ফি উঠে আসছে৷ ব্রিটেনে টিউশ ফি বেড়েছে৷ ওপেন ইউনিভার্সিটি ছাত্র-ছাত্রীদের কাজের পাশাপাশি পড়ার সুযোগ দিচ্ছে৷ তারা বাবা মায়ের সঙ্গে বাড়িতেই থাকছে৷

তবে অনেকের কাছে প্রতিদিন ক্যাম্পাসে যাওয়া, বিশ্ববিদ্যালয়ের করিডোরে আড্ডা মারার এক ধরনের আকর্ষণ আছে৷ তবে যেভাবে টিউশন ফি বাড়ছে তাতে প্রতিটি ছাত্র-ছাত্রীকে আগামী বছর থেকে ১১ হাজার ইউরো গুনতে হবে৷ যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে আগ্রহী তারা অনেকেই এখনই ওপেন ইউনিভার্সিটির সম্পর্কে খোঁজ-খবর নেয়া শুরু করেছে৷ কারণ ওপেন ইউনিভার্সিটিতে পড়ার খরচ বছরে দুই হাজার ইউরোর চেয়েও কম৷

প্রতিবেদন: মারিন জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য