1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে অচলাবস্থা

৪ অক্টোবর ২০১৩

এখনো অচলাবস্থা কাটেনি যুক্তরাষ্ট্রে৷ ফলে বাধ্য হয়ে মালয়েশিয়া ও ফিলিপিন্সের পর, এবার ইন্দোনেশিয়া এবং ব্রুনেই সফরও বাতিল করেছেন প্রেসিডেন্ট ওবামা৷ ওদিকে এক নারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ৷ এ নিয়ে আতঙ্ক অবশ্য কেটেছে৷

https://p.dw.com/p/19tcr
U.S. President Barack Obama delivers remarks on the government funding impasse at M. Luis Construction, a local small business in Rockville, Maryland, near Washington, October 3, 2013. Obama travelled to the business to highlight the impacts that a government shutdown and default would have on the economy. The U.S. government shutdown entered its third day on Thursday with little sign of compromise between Republicans and Democrats and concerns grew about the economic consequences of a prolonged stalemate. REUTERS/Jason Reed (UNITED STATES - Tags: POLITICS BUSINESS HEALTH)
ছবি: REUTERS

অর্থ বরাদ্দ সংক্রান্ত বিল নিয়ে ক্ষমতাসীন ডেমোক্র্যাট আর প্রধান বিরোধী দল রিপাবলিকানদের দ্বন্দ্বের জেরে যুক্তরাষ্ট্রের কয়েক লক্ষ কর্মীর ভোগান্তি চরমে উঠছে৷ রিপাবলিকানরা আগে থেকেই প্রেসিডেন্ট ওবামার স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিলের বিরোধীতা করে আসছে৷ তারই পরিণামে এখন বাজেট সংকট৷ প্রেসিডেন্ট বারাক ওবামার আগামী সপ্তাহেই এশিয়া সফর করার কথা ছিল৷ কিন্তু অর্থ বরাদ্দ সংক্রান্ত জটিলতার কারণে আগেই মালয়েশিয়া এবং ফিলিপিন্স সফর বাতিল করেছিলেন ওবামা৷ বৃহস্পতিবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতার (অ্যাপেক) সম্মেলনে যোগ দিতে তিনি ইন্দোনেশিয়াতে যাচ্ছেন না, ব্রুনেইয়ে আরেকটি সম্মেলনেও তাঁর যোগ দেয়া হবে না৷ তাঁর পরিবর্তে সম্মেলনে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি৷

John Zangas, who identified himself as a federal employee, protests against the current government shutdown at the U.S. Capitol in Washington, October 2, 2013. U.S. President Barack Obama scrapped part of a long-planned trip to Asia and planned to meet with congressional leaders on Wednesday as a U.S. government shutdown entered a second day with no end in sight. REUTERS/Jonathan Ernst (UNITED STATES - Tags: POLITICS CIVIL UNREST BUSINESS EMPLOYMENT TPX IMAGES OF THE DAY)
অর্থ বরাদ্দ সংক্রান্ত বাড়ছে যুক্তরাষ্ট্রেছবি: Reuters

এদিকে বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের কাছেই ছড়িয়ে পড়েছিল আতঙ্ক৷ হোয়াইট হাউসের কাছের রাস্তা ধরে একটি গাড়ি ছুটে এলে পুলিশ গাড়িটিকে ধাওয়া করে৷ ক্যাপিটল ভবন থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে থাকতেই গাড়ির চালককে গুলি করে হত্যা করা হয়৷ গাড়িটি মিরিয়াম কেরি নামের এক নারীর৷ ধারণা করা হচ্ছে, তিনিই তখন গাড়িটি চালাচ্ছিলেন৷ পুলিশ জানিয়েছে, গাড়িতে মিরিয়ামের সঙ্গে এক বছর বয়সি এক শিশুও ছিল৷ শিশুকে উদ্ধার করা হলেও গাড়ির চালক পুলিশের গুলিতে নিহত হয়েছেন৷

U.S. President Barack Obama delivers remarks on the government funding impasse at M. Luis Construction, a local small business in Rockville, Maryland, near Washington, October 3, 2013. Obama travelled to the business to highlight the impacts that a government shutdown and default would have on the economy. The U.S. government shutdown entered its third day on Thursday with little sign of compromise between Republicans and Democrats and concerns grew about the economic consequences of a prolonged stalemate. REUTERS/Jason Reed (UNITED STATES - Tags: POLITICS BUSINESS HEALTH)
সংকট সামলাতে মরিয়া প্রেসিডেন্ট বারাক ওবামাছবি: REUTERS

এসিবি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য