1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামার স্বাস্থ্য পরিষেবা বিল অনুমোদিত

২২ মার্চ ২০১০

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যবিমা কর্মসূচি রিপাবলিক্যান পার্টির কঠোর বিরোধিতা সত্ত্বেও হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে ২১৯ ভোটে অনুমোদিত হয়েছে৷ ফলে তিন কোটি বিশ লক্ষ বিমাহীন মানুষ স্বাস্থ্যবিমার সুযোগ পাবেন৷

https://p.dw.com/p/MZR0
বারাক ওবামাছবি: AP

এ হল এক ঐতিহাসিক সিদ্ধান্ত৷ কেননা এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রই ছিল একমাত্র গণতান্ত্রিক শিল্পোন্নত দেশ যার নাগরিকদের স্বাস্থ্যবিমার অধিকার সুরক্ষিত ছিলনা৷ সেই লজ্জাকর অবস্থার অবসান ঘটল এবার৷ রবিবার হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের অনুমোদনের পর তিন কোটি বিশ লক্ষ বিমাহীন অ্যামেরিক্যান এবার স্বাস্থ্যবিমার অধিকারী হবেন৷ শুধু তাই নয়, এতদিন বিমা কোম্পানিগুলো মানুষের বিমা বাতিল করে দেয়ার যে নিয়ম অনুসরণ করে এসেছে, সেটা আর সম্ভব হবেনা৷ তাছাড়া আগের কোন অসুস্থতার কারণে কোন অ্যামেরিক্যানের বিমার অধিকার প্রত্যাখ্যান করা যাবেনা৷

অনুমোদিত বিলে অবশ্য রদবদল করতে হয়েছে৷ প্রেসিডেন্ট বারাক ওবামার প্রস্তাবিত স্বাস্থ্যবিমা সংস্কার কর্মসূচি নিয়ে রীতিমত লড়াই চলছিল এক বছর ধরে৷ এ লড়াই তার চিহ্ন রেখে গেছে৷ একটি রাষ্ট্রীয় স্বাস্থ্যবিমা কাঠামো গঠনের পরিকল্পনা বাদ দিতে হয়েছে৷ অর্থসংস্থানের বিষয়টি নিয়েও প্রশ্ন আছে৷ তবে বলা হয়েছে যে, এই আইন দীর্ঘমেয়াদে অর্থের সাশ্রয় ঘটাবে৷ এবং বিপুল অঙ্কের বাজেট ঘাটতি হ্রাস করবে৷

রক্ষণশীল রিপাবলিকান প্রতিনিধিরা বিতর্কের সময় ভবিষ্যতের এক সম্ভাব্য অন্ধকারময় ছবি তুলে ধরতে সচেষ্ট হন৷ তাঁদের দাবি, এই বিল পাশ হলে তা হবে দেশকে স্বৈরতন্ত্র, সমাজতন্ত্রের পথে নিয়ে যাওয়া৷ ফলে শেষ হয়ে যাবে ব্যক্তির স্বাধীনতা৷ একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত তাঁরা এই আইন আটকানোর চেষ্টা করেন৷ স্পষ্ট হয়ে ওঠে যে, আইনের বিষয়বস্তু তাঁদের বিবেচ্য নয়, বরং ওবামার সাফল্যে বাদ সাধাই তাঁদের লক্ষ্য৷

প্রেসিডেন্ট ওবামার জন্য এটা হয়ে উঠেছিল টিকে থাকার প্রশ্ন৷ শেষ দিকে এই আইন প্রস্তাব অনুমোদন করাতে অনেক বেশি সময় দিতে হয়েছে তাঁকে৷ গুয়াম, ইন্দোনেশিয়া আর অস্ট্রেলিয়ায় পরিকল্পিত সফর পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন ও বামা৷ এবং তা থেকে এটা সবার কাছে স্পষ্ট হয়ে যায় যে, তাঁর নিজের ডেমোক্র্যাটিক দলের প্রয়োজনীয় সব কটি ভোট নিশ্চিত করতে তিনি তাঁর সর্বশক্তি নিয়োগ করবেন৷ তার জন্য ডেমোক্র্যাটদের একটু ছাড় দিয়েছেন তিনি৷

বারাক ওবামার জন্য অভ্যন্তরীণ ও বৈদেশিক রাজনীতির ক্ষেত্রে এই ঐতিহাসিক অনুমোদনের গুরুত্ব মোটেই খাটো করে দেখলে চলবেনা৷ দেশের ভিতরে এবার তিনি অর্থনীতি চাঙ্গা করা এবং কর্মসংস্থানের কাজে ব্রতী হতে পারবেন৷ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আন্তর্জাতিক নানা সংকট মোকাবিলা করার সময় পাবেন তিনি এবার৷ সেখানে এ পর্যন্ত সেররকম কোন সাফল্য তাঁর নেই৷ পরিবর্তনের শ্লোগান তুলে তিনি নির্বাচিত হয়েছিলেন৷ এবার তিনি দেখাতে পারবেন, শুধু বাগ্মীতাই তাঁর বড় শক্তি নয়, তাঁর রাজনীতি বদলের অঙ্গীকারও তিনি বাস্তবায়িত করতে সক্ষম৷

সংবাদভাষ্য: ক্রিস্টিনা ব্যার্গমান, ভাষান্তর: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: সঞ্জীব বর্মন