1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামা পারমাণবিক অস্ত্রের ভান্ডার কমানোর চিন্তা করছেন

২ মার্চ ২০১০

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পারমাণবিক অস্ত্রের ভান্ডার বহুল পরিমাণে কমানোর পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা৷ তবে এর ফলে ওবামা তাঁর পূর্বের নীতি থেকেও অনেকখানি সরে আসবেন কি না তা পরিস্কার নয়৷

https://p.dw.com/p/MHqc
চিন্তামগ্ন ওবামাছবি: AP

মার্কিন প্রশাসনের এক উর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, প্রেসিডেন্ট ওবামা নুতন পারমাণবিক কৌশল ঠিক করছেন৷ এই পরিকল্পনা অনুযায়ী, পারমাণবিক অস্ত্রের পরিমাণ কমিয়ে বাজেটে এ খাতে যে অর্থ বরাদ্দ রাখা হয়েছে তা দিয়ে একটি শক্তিশালী নিরোধক ব্যবস্থা গড়ে তোলার চিন্তা ভাবনা করা হচ্ছে৷

এ মাসের মধ্যেই এই পরিকল্পনাটির কাজ শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন ঐ কর্মকর্তা৷ তিনি বলেন, নিরোধক হিসেবে পারমাণবিক অস্ত্রের ব্যবহার না করে গতানুগতিক অস্ত্রের দিকেই বেশি নজর দেয়া হবে৷

নাম প্রকাশে অনিচ্ছুক ঐ কর্মকর্তা মাটির নিচের বাঙ্কার ধ্বংস করতে সক্ষম এমন বোমা তৈরির পরিকল্পনার কথা প্রত্যাখান করেন৷

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস এই নুতন পরিকল্পনায় আর কি কি বিষয় অন্তর্ভুক্ত করা যায় তা প্রেসিডেন্ট ওবামাকে অবহিত করবেন৷ উল্লেখ্য, ওবামার মন্ত্রী পরিষদে গেটস একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পারমাণবিক নীতিতে বড় ধরণের পরিবর্তন আনতে তিনি তেমন আগ্রহী নন৷

Robert Gates Washington USA
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বর্তমান নীতি পরিবর্তনে আগ্রহী ননছবি: AP

এদিকে নুতন পরিকল্পনায় কোন কোন ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে সেটা কি প্রেসিডেন্ট ওবামা নির্দিষ্ট করে বলবেন, নাকি ব্যাপারটি অস্পষ্ট করে রাখবেন তা পরিস্কার নয়৷

কংগ্রেসে ওবামার কয়েকজন মিত্র বর্তমান মার্কিন নীতি পরিবর্তনের পক্ষে কাজ করে যাচ্ছেন৷ উল্লেখ্য, বর্তমান নীতি অনুযায়ী, যেকোন ধরণের বায়োলজিকাল বা কেমিক্যাল আক্রমণ ঠেকাতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যাবে, সেটা পারমাণবিক অস্ত্রের অধিকারী নয় এমন দেশও হতে পারে৷

বিষয়টি নিয়ে ওবামার উপদেষ্টামন্ডলী, অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ ও মিডিয়াতে এত বিতর্ক হচ্ছে যে, শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ওবামা হয়তো তাঁর পরিকল্পনা থেকে পিছনে সরে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে৷

গত বছরের এপ্রিলে প্রাগে এক বক্তৃতায় প্রেসিডেন্ট ওবামা পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেছিলেন৷ সেই সাথে ঠান্ডা লড়াইকালীন যুক্তরাষ্ট্রের কৌশল থেকেও সরে আসার কথা বলেছিলেন৷

উল্লেখ্য, ঠান্ডা লড়াই-এর সময় যুক্তরাষ্ট্রের পারমাণবিক কৌশলে চীন ও তত্কালিন সোভিয়েত ইউনিয়ন ছিল মূল লক্ষ্য৷ আর বর্তমান কৌশলের মূল লক্ষ্যে রয়েছে পাঁচটি দেশ ও একটি সন্ত্রাসী সংগঠন যারা গণবিধ্বংসী অস্ত্র তৈরি করছে৷ দেশগুলো হলো চীন, ইরান, উত্তর কোরিয়া, রাশিয়া ও সিরিয়া৷

প্রতিবেদন : জাহিদুল হক

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক