1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়াগা সীমান্তে সৈন্যদের দৌড়ঝাঁপ কমছে

২১ জুলাই ২০১০

হাঁটুতে আঘাত পাওয়ার কারণে ভারত-পাকিস্তান সীমান্তে সৈন্যদের রণংদেহী ভঙ্গি আগের মতো আর আগ্রাসী হবে না৷ তাদের শক্তি সামর্থ্যকে জাহির করার এই প্রদর্শনী আর হয়তো দেখা যাবে না৷

https://p.dw.com/p/OQw1
ভারত-পাকিস্তান সীমান্তে সৈন্যদের রণংদেহী ভঙ্গিছবি: AP

সূর্যাস্তের পর ঘটা করে পতাকা নামানোর উৎসব হিসেবে বছরের পর বছর ধরে এই রেওয়াজ চালু রয়েছে৷ প্রতি সন্ধায় ওয়াগা সীমান্ত ফাঁড়িতে পর্যটকদের ভিড় লেগে থাকে৷ তারা চোখ বড়ো বড়ো করে সীমান্তের দুই দিকের সৈন্যদের বৈরী এই আচরণ তাকিয়ে দেখেন৷

বৈরিতা সত্ত্বেও চারিদিকে এমন পরিবেশ বিরাজ করে, যেন এটি একটা প্রতিযোগিতা৷ হিন্দুস্তান টাইমস পত্রিকার তথ্য অনুসারে, দু'পক্ষই এখন এ বিষয়টিকে একটু হালকা করার জন্য একমতে পৌঁছেছেন৷

Konflikt Indien Pakistan
ঘটা করে পতাকা নামানোর উৎসব

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা হিম্মত সিং ঐ পত্রিকাকে জানান, ‘‘আমরা প্রস্তাব রেখেছিলাম, কসরতের সময় দু পক্ষই তাদের আগ্রাসী মনোভাব কমিয়ে দিক৷ এই পদক্ষেপ বাস্তবায়ন করার জন্য প্রথমে আমরা একতরফা সিদ্ধান্ত নিয়েছিলাম৷ এখন পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীও এই প্রস্তাবে রাজি হয়েছে এবং আর আগের মতো কসরত করছে না৷''

এই প্রদর্শনীর একটা বড় আকর্ষণ ছিল জোরে জোরে পা ফেলা৷ হিম্মত সিং বলেন, ‘‘এর ফলে দু'পাশের সৈন্যেদেরই শরীরের নিম্নাংশে, বিশেষ করে হাঁটুর সংযোগস্থলে হালকা থেকে তীব্র সমস্যা দেখা যাচ্ছিলো৷''

কূটনৈতিক মানসম্মানের চেয়ে সৈন্যদের শরীর-স্বাস্থ্যকে বেশি গুরুত্ব দিয়ে এই আগ্রাসন ভঙ্গির পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন