1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়াল স্ট্রিট জার্নালে বাংলাদেশের প্রশংসা

৩০ সেপ্টেম্বর ২০১০

অ্যামেরিকার শীর্ষস্থানীয় কাগজ ওয়াল স্ট্রিট জার্নালে বাংলাদেশের বেশ প্রশংসা করা হয়েছে৷ লেখা হয়েছে, এক সময় 'বন্যা ও হরতাল'-এর দেশ হিসাবে যাকে জানতো সারা বিশ্ব, সেই বাংলাদেশ এখন অতীতকে পেছনে ফেলে দৃপ্তপদে এগিয়ে যাচ্ছে৷

https://p.dw.com/p/PQEL
ছবি: AP

ইত্তেফাক এই বিষয়টাকে বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে৷ কারণ তাদের মতে, এক সময় এই অ্যামেরিকারই পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন৷ আর আজ তাঁর দেশেরই পত্রিকা বাংলাদেশের প্রশংসা করছে৷

প্রধানমন্ত্রীর দেশে ফেরা

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরেছেন৷ শিশুমৃত্যুর হার কমানোতে সাফল্য অর্জন করায় বাংলাদেশ এবার জাতিসংঘ পুরস্কার পেয়েছে৷ তাই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আওয়ামী লীগের নেতা কর্মীরা ভিড় জমিয়েছিলেন বিমানবন্দরে৷ আর তাতেই লেগে গিয়েছিল বিশাল যানজট৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেছে ‘প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা' এই সংস্কৃতির শিকার লাখো মানুষ৷ ডেইলি স্টারের শিরোনাম ‘অভ্যর্থনা বিমানবন্দরে, আর দুর্ভোগ রাস্তায়'৷ প্রথম আলোর শিরোনাম ‘বিমানবন্দরে সংবর্ধনা, শহরজুড়ে যানজট'৷ কালের কন্ঠের সম্পাদক এটা নিয়ে একটা বিশেষ মন্তব্য প্রতিবেদন লিখেছেন যার শিরোনাম ‘এই কালচারটা কি বাদ দেয়া যায় না?' তবে একমাত্র সমকাল প্রধানমন্ত্রীকে সংবর্ধনার বিষয়টিকেই শিরোনামে এনেছে৷

পাবনার সর্বশেষ

ডিসি, এসপি আর ইউএনও'র বদলি ঘটনায় জেলার প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে এখন বদলি আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছে ইত্তেফাক৷ আর কালের কন্ঠ বলছে এর ফলে সারা দেশের প্রশাসনের কর্মকর্তারা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন৷ সমকালও এমনই খবর দিয়েছে৷ এদিকে যুগান্তরের আজকের প্রধান শিরোনাম ‘‘নিয়োগ ও টেন্ডার সন্ত্রাসে অসহায় জনপ্রশাসন''৷ আর ডেইলি স্টার বলছে জনসম্মুখে অসহায়ত্ব প্রকাশ করায় পাবনার জেলা প্রশাসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে সংস্থাপন মন্ত্রণালয়৷

বাবরি মসজিদ

ইত্তেফাক আজকে তাদের প্রধান শিরোনাম করেছে এই বিষয়টিকে৷ প্রতিবেদনে ভারত জুড়ে নেয়া বিশেষ নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পেয়েছে৷ অন্যান্য সংবাদপত্রেও খবরটি রয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী