1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়াল স্ট্রীটে রবিন হুড

১২ মে ২০১০

আজ বুধবার রাসেল ক্রো, কেট ব্ল্যাঞ্চেট এবং রিডলে স্কট’এর ‘‘রবিন হুড’’ দিয়ে কান চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে৷ অপরদিকে রয়েছে সাম্প্রতিক বিশ্ব অর্থনৈতিক সঙ্কটের ছায়া এবং আরো বড় কথা: ছাইমেঘ৷

https://p.dw.com/p/NLiG
শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসবছবি: Brigitte Lacombe

বিশ্বের সবচেয়ে নামী-দামী চলচ্চিত্র উৎসব এই কান৷ ওদিকে ‘‘রবিন হুড'' ফ্রান্স এবং অপরাপর দেশে মুক্তি পাচ্ছে আগামী দু'দিনে, যুক্তরাষ্ট্রে আগামী শুক্রবার৷ কাজেই ছবির নায়ক-নায়িকাকে যদি কান'এ লাল গালিচার ওপর দেখতে পাওয়া যায়, তার চাইতে ভালো প্রচার আর কি হতে পারে? কিন্তু তাঁরা এলেও, সীন পেন কি নাওমি ওয়াটস'এ মতো অন্যান্য হলিউড তারকারা আসতে পারবেন কিনা, বলা শক্ত৷ কারণ: আইসল্যান্ডের একটি আগ্নেয়গিরি৷

অশনিসঙ্কেত

ছাইমেঘের ফলে রবিবারেই কাছের নিস বিমানবন্দরে প্রায় ১০০টি উড়াল বাতিল করতে হয়েছে৷ এখন ফেস্টিভাল চলাকালীন কি হবে, কে বলতে পারে? এমনিতেই আবহাওয়ার আজকাল মনমেজাজ বোঝা ভার৷ গত সপ্তাহেই কোথা থেকে এক উদ্ভট ঝড় এসে সৈকত শহর কান'কে বিধ্বস্ত করে৷ পর্বতপ্রমাণ ঢেউ এসে সমুদ্রের ধারের লা ক্রোয়াসেৎ রাজপথটির কাফে এবং ফেস্টিভালের সাজসজ্জা ধ্বংস করে৷

Flash-Galerie Filmfestspiele Cannes 2010
‘‘রবিন হুড’’ দিয়ে কান চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছেছবি: Universal Pictures International France

তিন দস্যু

কান'এ এবার রবিন হুডের এক সহযোগীও জুটবে: ভেনেজুয়েলার কুখ্যাত সন্ত্রাসবাদী কার্লোস'কে নিয়ে একটি সাড়ে তিন ঘন্টার ছবি৷ এই কার্লোসের ডাকনাম ছিল ‘শৃগাল', কেননা সে শৃগালের মতো ধুর্ত৷ অপরদিকে অলিভার স্টোন'এর ‘‘ওয়াল স্ট্রীট: মানি নেভার স্লীপস'', অর্থাৎ ‘টাকা কখনো ঘুমোয় না' ছবিটির নায়ক গর্ডন গেক্কো'ও কিছু কম যায় না৷ মাইকেল ডগলাস' এর অভিনীত এই চরিত্রটি এক ধরণের কর্পোরেট দস্যু৷ তার প্রথম আবির্ভাব ১৯৮৭ সালে এবং বিশ্বখ্যাতি একটি সংলাপের কারণে: ‘গ্রীড ইজ গুড' বা ‘লোভ থাকা ভালো'৷ অলিভার স্টোনের নতুন ছবিতে সেই গেক্কো জেল থেকে বেরিয়েছে এবং ওয়াল স্ট্রীটকে আসন্ন আর্থিক বিপর্যয় সম্পর্কে সাবধান করে দিচ্ছে৷

অন্যান্য ছবি

এবার কানএ দেখা যাবে আরো কিছু উল্লেখযোগ্য ছবি, বিশেষ করে যখন উডি এ্যালেন এবং জাঁ-লুক গদার'এর মতো কিংবদন্তীদের নতুন ছবি প্রদর্শিত হবে৷ প্রতিযোগিতায় থাকছে ব্রিটিশ চিত্রপরিচালক কেন লোচ'এর ‘‘রুট আইরিশ'', ইরাক যুদ্ধ সংক্রান্ত ছবি৷ আফ্রিকার চাড দেশটি থেকে এই প্রথম একটি ছবি নিয়ে আসছেন পরিচালক মাহামত সালে হারুন: ‘‘দ্য স্ক্রীমিং ম্যান''৷ দক্ষিণ কোরিয়া থেকে থাকছে লি চাং-ডং'এর ‘‘পোয়েট্রি'' এবং সাং-সু'র ‘‘দ্য হাউজমেইড''৷ চীন জাপান এবং থাইল্যান্ড থেকেও ছবি থাকছে৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: আরাফাতুল ইসলাম