1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়াশিংটনে নতুন ছবি

২০ জানুয়ারি ২০১১

রাজনীতির মঞ্চে আনকোরা নতুন জুটি, বারাক ওবামা এবং হু জিনতাও৷ শুটিং ওয়াশিংটনে৷ চিত্রনাট্যই বা কেমন, অভিনেতারাই বা কেমন অভিনয় করছেন?

https://p.dw.com/p/zzqq
নামভূমিকায় হু জিনতাও এবং বারাক ওবামাছবি: picture-alliance/dpa

একবার মিডিয়ার সামনে একটি বিড়ম্বনাকর মুহূর্ত, আর একবার গাড়ির দরজা খুলতে না চাওয়া৷ এছাড়া অস্কার পাবার মতো রাষ্ট্রীয় সফর এবার চীনের রাষ্ট্রপ্রধান হু জিনতাও'এর৷

দুই প্রেসিডেন্টের মধ্যে যাকে বলে কিনা বডি ল্যাংগুয়েজ একটু আড়ষ্ট৷ তবে ২০০৬ সালে যেরকম এক পর্যায় হাস্যকর পরিস্থিতির উদ্রেক হয়েছিল, এবার সে তুলনায় ঝকঝকে রোদ্দুর থেকে সম্ভ্রমপূর্ণ জাঁকজমক, সবই পেয়েছেন হু৷ তবে সাংবাদিক সম্মেলনটা একটু বেশি লম্বা হয়ে গেছে৷ এবং ম্যাটম্যাটে হয়েছে৷ সব মিলিয়ে, হু এবং প্রেসিডেন্ট বারাক ওবামা, উভয়েই দেখানোর চেষ্টা করেছেন যেন তাঁরা পরষ্পরের অন্তরঙ্গ৷ কিন্তু তা খুব স্বাভাবিক মনে হয়নি৷ সে দুজনের করমর্দ্দন থেকে ওবামার স্বল্প মাথা ঝুঁকিয়ে অভিবাদন অবধি৷

ওভাল অফিসে নাকি প্রথমে স্মল টক হয়েছে৷ ওবামা ওয়াশিংটনের আবহাওয়া নিয়ে খোশগল্প করেছেন৷ চিকাগো'তে আরো ঠাণ্ডা হবে, বলে ঠাট্টা করেছেন - হু সেখানেই আজ বৃহস্পতিবার যাচ্ছেন কিনা৷ হু নাকি সেই ঠাট্টাতে একটি সৌজন্যমূলক হাসিও হেসেছেন৷ ওদিকে সাংবাদিক সম্মেলনটা লম্বা না হয়ে উপায় ছিল না, কেননা অনুবাদের ব্যাপার ছিল৷ কিন্তু এখানেও হু তাঁর চশমা নিয়ে নাড়াচাড়া করেছেন৷ ওবামা তাঁর পোডিয়ামটি শক্ত করে ধরে দাঁড়িয়ে থেকেছেন৷ তবে হু যে শেষ পর্যন্ত সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে রাজি হয়েছেন, সেটা ওবামার পক্ষে একটা জয় বলা চলে৷

কিন্তু হু গোড়ায় এক মার্কিন সাংবাদিকের তোলা মানবাধিকার সংক্রান্ত প্রশ্নের জবাব দেননি৷ বলেছেন, প্রশ্নটার অনুবাদ নাকি তাঁর কানে আসেনি৷ তারপর এক দ্বিতীয় মার্কিন সাংবাদিক যখন একই প্রশ্ন তোলেন, তখন হু তাঁর আগে থেকে তৈরি করা জবাবই দেন৷ এমনকি মাঝে-মাঝে পোডিয়ামের ওপরে রাখা কাগজটার উপরেও চোখ বুলিয়ে নেন৷ তারপরে আবার হু-ওবামা করমর্দ্দন - ফোটোগ্রাফারদের ফোটো-অপ৷

এবার শুধুমাত্র মার্কিন সেনাপ্রধান অ্যাডমিরাল মাইক মালেনের স্ত্রী হোয়াইট হাউসের লনে সংজ্ঞা হারিয়েছেন৷ ২০০৬ কেলেঙ্কারিটা অনেক বেশী হয়েছিল৷ সে'যাত্রায় চীনের জাতীয় সঙ্গীতকে ‘রিপাবলিক অফ চায়না', অর্থাৎ তাইওয়ানের জাতীয় সঙ্গীত বলে ঘোষণা করা হয়েছিল৷ তাছাড়া এক বিক্ষোভকারী প্রেসকার্ড নিয়ে হোয়াইট হাউসের লনে ঢুকে হু'কে কয়েক মিনিট ধরে নানা কথা শুনিয়েছিল৷ এবার সে তুলনায় বলা চলে - ইন্টারভাল অবধি এখনও একবার ফিল্ম কাটেনি, দর্শকরাও গোলমাল করেনি৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়