1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় লিডের পথে পাকিস্তান

২৩ মে ২০১১

ওপেনার তৌফিক উমরের অপরাজিত ৯৭ রানের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় লিড নেওয়ার পথে পাকিস্তান৷ তৃতীয় দিন শেষে ক্যারিবীয়দের চেয়ে পাকিস্তানীরা এগিয়ে ২৫১ রানে, হাতে তাদের সাতটি উইকেট৷

https://p.dw.com/p/11LSA
Pakistan's Misbah ul Haq, right, pushes the ball away with his pad, during day five of the second cricket test match against South Africa in Abu Dhabi, UAE Wednesday Nov 24, 2010. (AP Photo/Francois Steenkamp)
Misbah ul Haqছবি: AP

ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষেই বেশ সুবিধাজনক অবস্থানে চলে গিয়েছিল পাকিস্তান৷ তৃতীয় দিন ক্যারিবীয়রা আট উইকেটে ১৮৪ রান নিয়ে ব্যাট করতে নামে৷ তবে সাইদ আজমল এবং মোহাম্মদ হাফিজ তাদের বেশি দূর এগুতে দেননি৷ ২২৩ রানের মাথায় অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা৷ আজমল এবং হাফিজ দুজনেই তিনটি করে উইকেট নিয়েছেন৷ ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস সর্বোচ্চ ৫৭ রান করেন৷

প্রথম ইনিংসে ৪৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বেশ ভালো সূচনা করেন পাকিস্তানী দুই ওপেনার৷ দলীয় ৮২ রানের মাথায় মোহাম্মদ হাফিজ আউট হয়ে গেলেও অন্য প্রান্ত ধরে রাখেন অপর ওপেনার তৌফিক উমর৷ দ্বিতীয় উইকেট জুটিতে আজহার আলীর সঙ্গে ৭৬ রানের জুটি গড়ে তোলেন উমর৷ প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরি করে আউট হয়েছেন আজহার আলী৷ তৃতীয় দিনে আজহারের পর আসাদ শফিকের উইকেটটি হারায় পাকিস্তান৷ এরপর অধিনায়ক মিসবাহ এবং উমর দিনটি পার করে দেন৷ তৃতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে তিন উইকেটে ২০২ রান৷ লিড ২৫১ রানের৷ উইকেট তেমন না পড়লেও পাকিস্তানী ইনিংসের রান সংগ্রহের গতি অবশ্য বেশ ধীর৷ এদিকে সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে রয়েছেন তৌফিক উমর৷ চতুর্থ দিনে উমরের সেঞ্চুরির পাশাপাশি দলের লিড আরও বাড়ানোর আশা করছেন অধিনায়ক মিসবাহ৷ উল্লেখ্য, প্রথম টেস্টে জিতে ইতিমধ্যে সিরিজে এগিয়ে রয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ৷ তাই সিরিজ পরাজয় এড়াতে হলে এই টেস্টে জিততেই হবে পাকিস্তানকে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য