1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কংগ্রেস-তৃণমূল আসন রফা চূড়ান্ত

২১ মার্চ ২০১১

পশ্চিমবঙ্গ বিধানসভার আসন্ন নির্বাচনে কংগ্রেস-তৃণমূল আসন রফা চূড়ান্ত করার কথা আজ সোমবার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা শাকিল আহমেদ৷

https://p.dw.com/p/10dJv
ছবি: AP

নতুনদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, কংগ্রেস লড়বে ৬৫টি আসনে এবং তৃণমূল ২২৯টি আসনে৷

দীর্ঘ টানাপোড়েনের পর চূড়ান্ত হলো কংগ্রেস-তৃণমূল আসন রফা৷ নতুন রফা সূত্র ঘোষণা করে পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা কংগ্রেস নেতা শাকিল আহমেদ নতুনদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে জাতীয় কংগ্রেস লড়বে ৬৫টি আসনে এবং তৃণমূল কংগ্রেস ২২৯টিতে৷ এর আগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী আজ প্রণব মুখোপাধ্যায়সহ কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে ঘন্টাব্যাপী আলোচনা করেন৷ উল্লেখ্য, শুক্রবার তৃণমূল একতরফাভাবে ৬৪টি আসন কংগ্রেসকে দিয়ে ২২৮টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে৷

কংগ্রেসকে পাশে পেয়ে খুশি ব্যক্ত করে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় আজ সংবাদ মাধ্যমকে বলেন, পরিবর্তন সামান্যই৷ একটি বাড়তি আসন কংগ্রেসকে দিতে হয়েছে এবং দুটি আসনে প্রার্থী রদবদল করা হয়েছে৷ যেমন, ক্যানিং পূর্ব আসনটি দেয়া হয় কংগ্রেসকে এবং জামুরিয়া আসনটি তৃণমূল নিয়ে উত্তরবঙ্গের ফাঁসিদেওয়া আসনটি ছাড়া হয় কংগ্রেসকে৷ মুর্শিদাবাদে ৪টি আসনে লড়ছে তৃণমূল৷ তবে যে আসনটি নিয়ে টানাপোড়েন তুঙ্গে ছিল, সেই কোলকাতা বন্দর আসনটি তৃণমূল ছাড়েনি৷

এই সঙ্গে মমতা বন্দোপাধ্যায় আজ তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন৷ তাতে সুশাসন, দলতন্ত্রের বদলে গণতন্ত্র, উন্নত কর্মসংস্থান, কৃষিজমির সদ্ব্যবহার, গ্রামাঞ্চলে বিদ্যুৎ, পানীয় জল ও সেচ ব্যবস্থার উন্নতির জন্য খাল বিল ও নদী যুক্ত করার প্রকল্প, সংখ্যালঘু, তপশিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্য স্থির করা হয়েছে৷

কংগ্রেস-তৃণমূল জোট অটুট রাখার বাধ্যবাধকতা ছিল উভয়দলের৷ তৃণমূল কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের বৃহত্তম শরিকদল৷ মনমোহন সিং সরকার যেভাবে একটার পর একটা কেলেঙ্কারিতে ফেঁসে যাচ্ছে তাতে মমতা বন্দোপাধ্যায়কে পাশে পাওয়া যেমন জরুরি, তেমনি পশ্চিমবঙ্গে সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্টকে হটাতে কংগ্রেসকে পাশে পাওয়া দরকার তৃণমূলের৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: জাহিদুল হক