1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদের দিন অনাথ শিশুদের সাথে

২১ অক্টোবর ২০১৩

ঈদের দিনটা তিনি কাটিয়েছেন অনাথ শিশুদের সাথে৷ বাবা-মায়ের পরিচয় জানা নেই৷ আশরাফ শিশির শুধু জানেন, ওদের মা ‘অন্ধকারপল্লী'-র বাসিন্দা৷ আর জানেন, এক ‘সত্যিকারের সংগ্রামী নারী' হাজেরা বেগমের কথা৷

https://p.dw.com/p/1A3JB
Titel: maria with her pre-schoolers Schlagworte: Maria da Conceição, maria cristina foundation Wer hat das Bild gemacht?: Maria da Conceição Wann wurde das Bild gemacht?: Kein Information Wo wurde das Bild aufgenommen?: Dhaka, Bangladesh Bildbeschreibung: Bei welcher Gelegenheit / in welcher Situation wurde das Bild aufgenommen? Wer oder was ist auf dem Bild zu sehen? The photos shows Maria da Conceição with some of the kids that she helped by the action of The Dhaka Project. In welchem Zusammenhang soll das Bild/sollen die Bilder verwendet werden?: Artikel / Bildergalerie / Dossier (Nichtzutreffendes bitte löschen, u. U. genauere Angaben ergänzen) Bildrechte: (Grundsätzlich nur eine Variante möglich, Nichtzutreffendes bitte löschen.) - Der Fotograf / die Fotografin ist (freie) Mitarbeiter(in) der DW, so dass alle Rechte bereits geklärt sind. Copyrightangabe: Maria da Conceição Thematische oder zeitliche Nutzungsbeschränkungen: ----
ছবি: DW/M. da Conceição

হাজেরা বেগমের পুরো জীবনটাই সংগ্রামের৷ জীবিকার তাগিদে পতিতাবৃত্তি করতে হয়েছে একটা সময়৷ ‘অন্ধকারপল্লী'-র বাসিন্দাদের দুঃখ-কষ্ট কতটা, তা তিনি খুব ভালোই জানেন৷ সেই জগতের প্রতিটি নারী চিরবঞ্চিতা৷ সমাজের কাছে তাঁরা তো সম্মান পানই না, তাঁদের সন্তানরাও পায় না স্বাভাবিক জীবনযাপনের অধিকার৷ হাজেরা বেগম তাই ‘অন্ধকারপল্লী' ছেড়ে নিয়েছেন সেই জগতের বাসিন্দাদের সন্তানকে পেলেপুষে জীবনযুদ্ধে জয়ী হবার উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব৷ তাই ৩০টি শিশুরই মা এখন হাজেরা বেগম৷ বাংলাদেশের তরুণ চলচ্চিত্র, নাট্য নির্মাতা এবং লেখক আশরাফ শিশির এবার ঈদ-উল আজহার পুরো দিন কাটিয়েছেন হাজেরার সেই শিশুদের সঙ্গে৷ নিজের ফেসবুক অ্যাকাউন্টে সবিস্তারে জানিয়েছেন গতানুগতিকতার বাইরে গিয়ে ঈদ উদযাপনের দারুণ সেই অভিজ্ঞতার কথা৷

‘গাড়িওয়ালা' ছবির পরিচালক আশরাফ শিশির হাজেরা এবং তাঁর শিশুদের নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন গত বছর৷ নাম ‘দ্য কেজ বার্ড' ৷ তথ্যচিত্রটিতে ৩০টি ফুটফুটে শিশুর মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন-বাস্তবতার কথা জানিয়েছেন তিনি৷ তবে ফেসবুকে জানানো হয়েছে ২ লিটার আইসক্রিম নিয়ে গিয়ে রবীন, শাহীন, সায়েম, সাঈদ, আসমাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার কথা ৷ আশরাফ শিশির তাঁর অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে লিখেছেন, ‘‘নবজাতক, অথচ বুঝে গেছে এই পৃথিবী বড় নিষ্ঠুর, তাই কেমন চুপচাপ৷ অন্য বাচ্চাগুলো দেখলাম...যত্ন নিচ্ছে, পানি গরম করে ফ্লাক্সে ভরে দুধ খাওয়াচ্ছে৷ রোজার মধ্যে গিয়ে দেখি কেউ কেউ রোজা রাখছে৷ এভাবে সব উৎসবই পালন করে ওরা, নিজেরা নিজেদের আনন্দে রাখে৷''

‘জীবনের দামে কেনা জীবিকা' নামের একটি বই তাঁকে উপহার দেয়ার কথাও লিখেছেন আশরাফ শিশির৷ বইটিতে শিশিরকে ধন্যবাদ জানিয়ে হাজেরা লিখেছেন, ‘কত যে ভালো মানুষ আছে/ করে তারা মানুষের সেবা/ তাই তো আছে কতজন বেঁচে...'৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য