1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কথা বলতে ভয় পাচ্ছেন যুদ্ধাপরাধের অনেক সাক্ষী

১৬ অক্টোবর ২০১০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, চট্টগ্রামের প্রভাবশালী যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সাক্ষী দিতে অনেকে এই মুহূর্তে সাহস পাচ্ছেন না৷

https://p.dw.com/p/PfW3
শেখ হাসিনা সরকারের অন্যতম ওয়াদা যুদ্ধাপরাধীদের বিচারছবি: Mustafiz Mamun

অন্যদিকে, আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, একাত্তরে শুধু হত্যাকান্ড নয়, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে৷

তিনি জানিয়েছেন, একাত্তরে সালাউদ্দিন কাদের চৌধুরীর নির্যাতনের শিকার হয়েছেন এমন নারী জবানবন্দি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের তদন্ত দলের কাছে৷ ওই নারী জানিয়েছেন কিভাবে তাঁকে ধরে নিয়ে নির্যাতন করেন সালাউদ্দিন কাদের চৌধুরী৷

এদিকে, চট্টগ্রামে যুদ্ধাপরাধের দ্বিতীয় দফা তদন্ত শেষে ঢাকায় ফিরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের তদন্ত দল৷ তারা দ্বিতীয় দফা তদন্তেও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামাত নেতা মীর কাশেম আলীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের সাক্ষ্যপ্রমাণ পেয়েছেন৷ তদন্ত কর্মকর্তা এএসপি নুরুল ইসলাম জানান, একাত্তরে নির্যাতিত ব্যক্তি ও পরিবার, যারা ক্যাম্পে আটক ছিলেন, যারা স্বজন হারিয়েছেন তাদের জবানবন্দি এবং সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে৷

তদন্ত কর্মকর্তা জানান, তবে যুদ্ধাপরাধের অনেক সাক্ষী এবং প্রত্যক্ষদর্শী এখনো কথা বলতে ভয় পাচ্ছেন৷ কারণ চট্টগ্রামের বেশ কয়েকজন যুদ্ধাপরাধী আছেন যারা খুবই প্রভাবশালী৷ হয়তো ওই যুদ্ধাপরাধীরা গ্রেফতার হলে তাদের ভয় কেটে যাবে তখন তাঁরা সাক্ষী দেবেন৷ প্রভাবশালী যুদ্ধাপরাধীরা গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত তারা জবানবন্দি দিতে সাহস পাচ্ছেন না ৷

তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম জানান, তারা পর্যায়ক্রমে যুদ্ধাপরাধের তদন্তে দেশের বিভিন্ন অঞ্চলে যাবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সাগর সরওয়ার