1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘কনডম ব্যবহার করেন না জ্যাকব জুমা’

২ ফেব্রুয়ারি ২০১০

প্রেসিডেন্ট বলে কথা৷ এক এক করে পাঁচ স্ত্রী৷ তবে এখন বর্তমান তিন জন৷ বাকি দুই জনের একজনকে তালাক আর একজন করেছেন আত্মহত্যা৷ বিয়ে পাগল এই প্রেসিডেন্টের নাম জ্যাকব জুমা৷

https://p.dw.com/p/LpJb
স্ত্রীদের সঙ্গে জুমাছবি: AP

দক্ষিণ আফ্রিকার এই প্রেসিডেন্টের এখন সন্তানের সংখ্যা কত ? প্রশ্নের উত্তরটা হচ্ছে ২০৷ সমস্যাটা হচ্ছে ২০তম সন্তানটিকে ঘিরে৷ বলা হচ্ছে, তার ২০তম সন্তানের মা তাঁর বৈধ স্ত্রী নন৷

বিরোধীরা এবার কিন্তু বেশ সরব হয়েছেন এই বলে যে এইডসের ভয়াল থাবায় থাকা দেশটির প্রেসিডেন্ট যে জন্ম নিয়ন্ত্রণ, বিশেষ করে কনডম ব্যবহার করেন না, ২০তম সন্তানের জন্ম দেয়া সেই কথাই প্রমাণ করে৷ তাদের আরও দাবি জুমা নিরাপদ যৌন সম্পর্কে মোটেই সচেতন নন৷ এইডস মোকাবেলা নয়, বরং এইডস ছড়াতেই সহায়তা করছেন প্রেসিডেন্ট জ্যাকব জুমা৷

জ্যাক জুমা৷ বয়স ৬৮৷ জাতিতে জুলু৷ যে সম্প্রদায়ের মধ্যে বহুবিবাহ জায়েজ৷ প্রথম স্ত্রী সিজাকালে জুমা৷ তাঁর বয়স ৬৭৷ বিয়ে হয় ১৯৭৩ সালে৷ বিয়ে করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী নিকোসাজানা ডালামিনিকে৷ কিন্তু বিয়ে টেকেনি৷ ১৯৯৮ সালে বিবাহ বিচ্ছেদ৷ আরেক স্ত্রী ক্যাটে মোন্তশো জুমা, কি এক অজ্ঞাত কারণে আত্মহত্যা করেন ২০০০ সালে৷ নিন্দুকেরা কিন্তু এই মৃত্যু নিয়ে নানা কথা বলেন! এরপর...গত মাসেই তিনি বিয়ে করেছেন টোবিকা মাদিবাকে৷

গত সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দক্ষিণ আফ্রিকা বিষয়ে এক প্রশ্নোত্তর পর্বে জ্যাকব জুমা বহুবিবাহের পক্ষে তাঁর জোরালো সমর্থন ব্যক্ত করেন৷ এ খবর তখন স্থানীয় পত্রপত্রিকায় ফলাও করে ছাপা হয়৷ প্রেমিকার সন্তানের বাবা হওয়ার খবরে দেশটিতে আবারও হইচই পড়ে গেছে৷

বার্তা সংস্থাগুলোর খবরে বলা হচ্ছে, জুমার ২০তম ঐ প্রেমিকার সোনোনো খোজা (৩৯)৷ সোনোনোর স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক আগেই৷ সোনোনোর বাবা জুমার খুব কাছের বন্ধু৷ নাম আরভিন খোজা, এবারের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কমিটির চেয়ারম্যান তিনি৷

দক্ষিণ আফ্রিকায় বহুবিবাহ সাধারণ ঘটনা৷ বিশেষ করে গ্রামাঞ্চলের জুলু সম্প্রদায়ের পুরুষেরা একাধিক বিয়ে করে থাকেন৷ জুমাও ওই সম্প্রদায়ের লোক৷ ইতিমধ্যে তিনি পাঁচবার বিয়ে করলেও নতুন সন্তানের মা নাকি জুমার ‘স্ত্রী এবং তা বৈধ' এই দাবিই জুমার অফিসের৷ আর এ বিষয়ে তার বর্তমান তিন স্ত্রীও অবগত৷

বিরোধীদের নানা সমালোচনার জবাবে প্রেসিডেন্ট হাউজের এক সূত্র বলছেন, প্রেসিডেন্ট কি অক্ষম নাকি, উনি বেশ সবল পুরুষ এটাই প্রমাণ করে৷ ফলে বিরোধীদের কথার কোন মূল্য নেই৷ প্রেসিডেন্ট হলে এমনই হতে হয়!

প্রতিবেদন: সাগর সরওয়ার, সম্পাদনা: সঞ্জীব বর্মন