1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কমনওয়েলথের বিপাকে পড়া সাম্রাজ্য সামলাবেন মনমোহন

২৪ সেপ্টেম্বর ২০১০

আসরে নেমে পড়েছেন প্রধানমন্ত্রী স্বয়ং৷ কমনওয়েলথ গেমসের মুখরক্ষা করতে এটাই একেবারে শেষ উদ্যোগ৷ ওদিকে ইংল্যান্ড তাদের পুরো দল পাঠাবার কথা বলায় একটু স্বস্তিতে নতুন দিল্লী৷ কিন্তু অ্যাথলিটদের নাম প্রত্যাহারের হিড়িক বাড়ছে৷

https://p.dw.com/p/PLPn
কমনওয়েলথ গেমসের প্রস্তুতি চলছেছবি: UNI

ক্যানাডা আর নিউজিল্যান্ডের কমনওয়েলথ গেমসের অ্যাথলিট দল নিজেরাই লোক লাগিয়েছে গেমস ভিলেজ পরিষ্কার করে নিতে৷ ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং নিজের হাতে লাগাম তুলে নিয়েছেন এবং স্রেফ ৪৮ ঘন্টার সময়সীমা ঘোষণা করে তাঁর কড়া নির্দেশ, এর মধ্যে কাজ শেষ করতেই হবে৷

কাজ এত তাড়াতাড়ি শেষ করা কিন্তু তত সহজ নয়৷ গেমস শুরু হবে তেসরা অক্টোবর৷ তাই ঘড়ির আগে দৌড়তে হচ্ছে কমনওয়েলথ গেমসের কাজকর্মকে৷ স্টেডিয়াম, অ্যাথলিট ভিলেজ, রাস্তা ঘাট, পরিকাঠামো অনেক কিছুই আধাখ্যাঁচড়া পড়ে রয়েছে৷ বিভিন্ন দেশ থেকে শোনা যাচ্ছে যোগ না দেওয়ার হুঁশিয়ারি৷ ক্যানাডার দুই নামজাদা তীরন্দাজ বৃহস্পতিবার নাম প্রত্যাহার করে নিয়েছেন৷ কিন্তু ইংল্যান্ড আসতে শুরু করেছে এবং তাদের পুরো টিম আসছে এই ঘোষণা শোনার পর হালে একটুখানি হলেও পানি পেয়েছে কমনওয়েলথ গেমসের আয়োজক ভারত৷ কারণ, পরিকাঠামো, স্বাস্থ্য, সুরক্ষা এবং নিরাপত্তার অব্যবস্থার একাধিক প্রমাণের পর গেমস আয়োজনের বদনাম জুটেছে প্রচুর পরিমাণে৷

ইংল্যান্ড তাদের এই গেমস বিষয়ে প্রচারিত এক বিবৃতিতে বৃহস্পতিবার জানিয়েছে, মোট ৫৫১ জনের পুরো দলটাই যাবে ভারতে৷ ইতিমধ্যেই বাইশজন অ্যাথলিট রওনা দিয়েছেন নতুন দিল্লীর দিকে৷ গেমসের আয়োজনের উন্নতির বিষয়ে তাঁরা নজর রাখছেন বলেও জানিয়েছে ১৭ সদস্যের ইংলিশ কমনওয়েলথ কমিটি৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য