1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কমনওয়েলথ গেমসকে গুরুত্ব দিচ্ছেন না অনেক অ্যাথলিট

১৭ জুলাই ২০১০

নতুন দিল্লিতে কমনওয়েলথ গেমস'এর প্রস্তুতি চলছে পুরোদমে৷ কিন্তু একের পর এক অ্যাথলিট এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর ফলে দুশ্চিন্তায় পড়ছেন আয়োজকরা৷

https://p.dw.com/p/ONzZ
গেমস’এর প্রতীক ‘শেরা’র হাতছানিতেও সাড়া দিচ্ছেন না অনেক অ্যাথলিটছবি: UNI India

আগামী ৩ থেকে ১৪ই অক্টোবর নতুন দিল্লিতে চলবে কমনওয়েলথ গেমস'এর আসর৷ কিন্তু ভারতে এই প্রতিযোগিতার আয়োজনের সিদ্ধান্ত থেকে শুরু করে তার রূপায়ণের প্রতিটি স্তরেই বিতর্কের অভাব নেই৷ স্টেডিয়াম ও পরিকাঠামোর নির্মাণের গতি ও মান, পদে পদে রাজনৈতিক হস্তক্ষেপ, ব্যবস্থাপনার সমস্যা, সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে মতবিভেদ – এমন সব ঘটনার ফলে গেমস'এর সাফল্য আগেই প্রশ্নের মুখে পড়েছিলো৷ কিন্তু এবার একের পর এক অ্যাথলিট সরে দাঁড়ানোর ফলে ভারতের ক্রীড়ামন্ত্রী মনোহর সিং গিল দুঃখ প্রকাশ করেছেন৷

অলিম্পিকে স্বর্ণপদক জয়ী ব্রিটিশ সাইক্লিস্ট ক্রিস হয় শুক্রবার জানিয়েছেন, যে লন্ডন অলিম্পিকে অংশ নেওয়ার জন্য পয়েন্ট বাড়াতে তাঁকে ইউরোপীয় প্রতিযোগিতায় অংশ নিতে হবে৷ তাই তিনি দিল্লি যেতে পারবেন না৷ আর এক অলিম্পিক স্প্রিন্ট তারকা ইউসেন বোল্ট'ও অংশ নেবেন না বলে জানিয়েছিলেন৷ এই তালিকায় আরও রয়েছে জামাইকার শেলি অ্যান ফ্রেসার'এর মতো নাম৷

ভারতের ক্রীড়ামন্ত্রী স্বীকার করে নিয়েছেন, যে অলিম্পিকের তাগিদে অ্যাথলিটরা এশিয়ান গেমস ও ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের মতে প্রতিযোগিতায় অংশ নিতে বেশি আগ্রহী৷ সেক্ষেত্রে কমনওয়েলথ গেমস'এর গুরুত্ব অনেক কম৷ আগামী ৪ই অক্টোবর কমনওয়েলথ দেশগুলির ক্রীড়ামন্ত্রীদের সম্মেলনে তিনি বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: জাহিদুল হক