1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কমনওয়েলথ গেমসে দুর্নীতির অভিযোগ তদন্ত করবে ভারত

১৬ অক্টোবর ২০১০

নতুনদিল্লী কমনওয়েলথ গেমসে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ তদন্তে ভারত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে৷ ভারতের গণমাধ্যমগুলো শনিবার এই খবর দিয়েছে৷

https://p.dw.com/p/PfiM
Commonwealth, Games, Jawaharlal Nehru Stadium, New Delhi, India, কমনওয়েলথ, গেমস, ভারত
কমনওয়েলথ গেমসের আসর শেষ হলেও তার জের এখনও রয়েই গেলছবি: AP

এনডিটিভি নেটওয়ার্কের খবরে বলা হয়েছে, গেমসে সন্দেহভাজন সব ধরণের অনিয়ম তদন্তের জন্যে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং জাতীয় নিয়ন্ত্রক এবং হিসাব নিরীক্ষক জেনারেল বা সিইজি-কে তদন্তের নির্দেশ দিয়েছেন শুক্রবার৷ কমনওয়েলথ গেমস শেষ হবার ঠিক একদিন পরেই তিনি এই নির্দেশ দিলেন৷ সাবেক হিসাব নিরীক্ষক জেনারেল ভি কে শুংলু, কেন্দ্রীয় তদন্ত ব্যুরো, সিবিআই এবং অন্যান্য সংস্থার সঙ্গে এই তদন্ত কমিটির প্রধান হবেন৷ তিন মাসের মধ্যে এই তদন্ত শেষ করে রিপোর্ট দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে৷

ইন্ডিয়ান এক্সপ্রেস ডেইলি পত্রিকার খবরে বলা হয়েছে, কমনওয়েলথ গেমসের সঙ্গে জড়িত সব সংস্থা এবং দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে যে অনিয়মের অভিযোগ উঠেছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত প্যানেলকে৷ একই সঙ্গে এই আয়োজন থেকে যে শিক্ষা লাভ করা হয়েছে সে সম্পর্কে কগজ-পত্র তৈরি করারও নির্দেশ দেওয়া হয়েছে৷

ব্যবস্থাপক কমিটির চেয়ারম্যান সুরেশ কালমাদিসহ কুড়ি জনেরও বেশি কর্মকর্তার নাম তালিকাবদ্ধ করা হয়েছে তদন্তের জন্যে৷ আয়োজনের অর্থনৈতিক গন্ডগোল এবং প্রশাসনিক ভ্রান্তিতে কালমাদির ভূমিকাও তদন্ত করে দেখা হবে৷ অক্টোবরের ৩ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয় কমনওয়েলথ গেমস৷ শুধু যে এই গেমসের আয়োজনের পরিধিই বড় ছিল তা নয়, এতে ব্যয় হয়েছে ৭ থেকে ১০ বিলিয়ন ডলার৷ গেমসে অংশ নেয় ৭১টি দেশ৷ ভেন্যু তৈরিতে নিম্নমানের জিনিসপত্র ব্যবহার, এ্যাথলিট ‘ভিলেজ'-এর নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশ, এই সব কিছু নিয়ে গেমস শুরুর আগেই বিশ্বব্যাপি ব্যাপক সমালোচনা শুরু হয়৷ এমনকি এইসব অভিযোগ নিয়ে সংসদেও তর্ক- বিতর্ক হয়েছে৷ আর তারই প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য