1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কমনওয়েলথ গেমস জিমন্যাসটিক্সে ভারতের প্রথম পদক

৮ অক্টোবর ২০১০

ভারতীয় জিমন্যাসটিক্সের এক নতুন অধ্যায় শুরু হলো কমনওয়েলথ গেমসের চতুর্থ দিনে৷ আশিস কুমারের ব্রোঞ্জ পদক জেতার মধ্যে দিয়ে ভারত প্রথমবারের মত কমনওয়েলথ গেমসে জিমন্যাসটিক্সে পদক পেলো৷

https://p.dw.com/p/PYvi
জিমন্যাসটিক্সে ভারতের প্রথম পদকছবি: AP

মিক্সড টিম ইভেন্টে ক্যানাডাকে ৩-০ তে হারিয়ে শেষ চারে পৌঁছে গেছে ভারত৷ সেমিফাইনালে এবার সামনে রয়েছে ইংল্যান্ড৷ এদিকে বৃহস্পতিবারেও শুটিং রেঞ্জ থেকে ভারতের আরো দুটি সোনা ও একটি রুপা এসেছে৷ ২৫ মিটার ও দশ মিটার পিস্তলে সোনা জিতেছেন গুরপ্রীত সিংহ ও বিজয় কুমার জুটি৷ এবং গুরপ্রীত সিংহ ও ওঙ্কার কুমার জুটি৷ গুর প্রীত দুটি ইভেন্টেই খেলেছেন৷

ডাবল ট্র্যাপ ইভেন্টে রুপা পেলেন অভিজ্ঞ রঞ্জন সোধী৷ তিরন্দাজিতেও দুটি পদক ঘরে তুলেছে ভারত৷ কম্পাউন্ড ইভেন্টের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেছে ভারত৷ ফলে সোনা ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড এবং রুপাতে সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতের পুরুষ দলকে৷ আর তৃতীয় স্থানের লড়াইয়ে মালয়েশিয়াকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে মেয়েদের দল৷ অন্যদিকে ভারোত্তোলনে ৭৫ কিলোগ্রাম বিভাগে ব্রোঞ্জ জিতেছেন সুধীর কুমার৷ এছাড়া এ্যাথলেটিক্সে হাই জাম্পের ফাইনালে নামার যোগ্যতা অর্জন করলেন হরিশঙ্কর রায় এবং নিখিল চিত্রাশু৷

এদিকে মহিলাদের ১০০ মিটার সাঁতারে দুরত্ব নিয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে বিতর্কিত পরিস্থিতির সৃষ্টি হয় বৃহস্পতিবার৷ স্যালি পিয়ার্সন মনে করছেন তিনিই কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়ার প্রথম ১০০ মিটার চ্যাম্পিয়ন৷ অন্যদিকে ইংল্যান্ডের পক্ষ থেকে বলা হচ্ছে পিয়ার্সনের শুরুটা ভুল ছিল৷ তবে ভুলটা কার ছিল এই নিয়ে প্রায় দুই ঘন্টা দ্বিধাদ্বন্দ্ব চলতে থাকে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: জাহিদুল হক